পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indira Gandhi: আমার কিছু হলে কেঁদো না, মৃত্যুর 2 ঘণ্টা আগে রাহুলকে বলেছিলেন ইন্দিরা - রাহুল গান্ধি

ইন্দিরা গান্ধির (Indira Gandhi) মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এক আবেগঘন ভিডিয়ো পোস্ট করেছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সেই ভিডিয়োয় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষযাত্রার দৃশ্য দেখানো হয়েছে ৷

Rahul Gandhi's Video Tribute For Indira Gandhi on her death anniversary
আমার কিছু হলে কেঁদো না, মৃত্যুর 2 ঘণ্টা আগে রাহুলকে বলেছিলেন ইন্দিরা

By

Published : Oct 31, 2021, 6:42 PM IST

নয়াদিল্লি, 31 অক্টোবর: আমার যদি কিছু হয়, তাহলে কেঁদো না ৷ নাতি রাহুল গান্ধিকে (Rahul Gandhi) এ কথা বলার 2-3 ঘণ্টার মধ্যেই নাকি প্রয়াত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি (Indira Gandhi)৷ তাঁর মৃত্যুদিনে ভিডিয়োয় তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এই তথ্য়ই তুলে ধরলেন রাহুল ৷ জানালেন, 1984 সালের আজকের দিনটাই ছিল তাঁর জীবনের দ্বিতীয় সর্বাধিক কঠিন দিন ৷

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির পোস্ট করা 3 মিনিটের আবেগঘন ভিডিয়োতে দেখা গিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষযাত্রার দৃশ্য ৷ সেই ভিডিয়োতে রাহুল স্মৃতির পাতা উল্টে বলছেন, "আমার ঠাকুমার শেষকৃত্যের দিন...আমার জীবনের দ্বিতীয় সর্বাধিক কঠিন দিন ৷ তিনি আমায় বলেছিলেন, কেঁদো না...আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি আমার মুখটা লুকোচ্ছি ৷ মৃত্যুর আগে তিনি আমায় বলেছিলেন, 'আমার সঙ্গে যদি কিছু হয়, তাহলে কেঁদো না'...তখন বুঝতে পারিনি তিনি কী বলতে চাইছেন ৷ তার 2-3 ঘণ্টা পরই তাঁর মৃত্যু হল ৷ তাঁর হয়তো মনে হয়েছিল, তাঁকে খুন করা হবে ৷ আমার মনে হয় বাড়ির সবার সেটা মনে হয়েছিল ৷ একবার তিনি আমায়, আমাদের সবাইকে রাতে খাবার টেবিলে বলেছিলেন, রোগভোগে মৃত্যুটা হবে সবচেয়ে বড় অভিশাপ...তাঁর দেশের জন্য...তাঁর আদর্শকে ভালোবেসে তিনি এ কথা বলেছিলেন ৷ আজ আমি তাঁর সেই কথা বুঝতে পারি, তবে সে দিন পারিনি ৷"

আরও পড়ুন:Tripura Politics : ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার প্রকল্প

তাঁর ছোটবেলার কথা স্মরণ করে রাগা ভিডিয়োতে আরও বলেছেন, "বাড়িতে বাবা খুবই কড়া ছিলেন...আমার ছিল দুটো মা, তাঁদের মধ্যে একজন সুপার মাদার যিনি আসলে আমার ঠাকুমা ছিলেন ৷ বাবা যখন রেগে যেতেন তখন তিনিই আমায় বাঁচাতেন ৷"

ইন্দিরা গান্ধির মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন তাঁর নাতনি প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ সাদা-কালো সেই ছবিতে দেখা গিয়েছে, ঠাকুমার সঙ্গে খেলা করছেন ছোট্ট প্রিয়াঙ্কা ৷ দু'জনের মুখেই এক গাল হাসি ৷ প্রিয়াঙ্কা সেই ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "তোমার জীবন সাহস ও দেশপ্রেমের বার্তা দেয় ৷ আদর্শের পথে থেকে সুবিচারের জন্য লড়াই করে যাওয়ার বার্তা দেয় তোমার জীবন ৷"

আরও পড়ুন:Kolkata Police : কালীপুজোয় তিলোত্তমাকে নিরাপত্তার চাদরে মুড়তে বদ্ধপরিকর লালবাজার

1984 সালের 31 অক্টোবর তাঁর শিখ দেহরক্ষীর গুলিতে প্রয়াত হন দেশের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ তারপর শিখদের উপর একদল সশস্ত্র মানুষের হামলায় যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে, তাতে প্রায় 3000 মানুষের মৃত্যু হয়েছিল ৷ ভাঙচুর করা হয় বহু বাড়িঘর, দোকানপাট ৷

আরও পড়ুন:Bengal Winter: রাজ্যে হাজির উত্তরের ঠান্ডা বাতাস, আজ আরও কমবে তাপমাত্রা

ABOUT THE AUTHOR

...view details