নয়াদিল্লি, 31 অক্টোবর: আমার যদি কিছু হয়, তাহলে কেঁদো না ৷ নাতি রাহুল গান্ধিকে (Rahul Gandhi) এ কথা বলার 2-3 ঘণ্টার মধ্যেই নাকি প্রয়াত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি (Indira Gandhi)৷ তাঁর মৃত্যুদিনে ভিডিয়োয় তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এই তথ্য়ই তুলে ধরলেন রাহুল ৷ জানালেন, 1984 সালের আজকের দিনটাই ছিল তাঁর জীবনের দ্বিতীয় সর্বাধিক কঠিন দিন ৷
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির পোস্ট করা 3 মিনিটের আবেগঘন ভিডিয়োতে দেখা গিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষযাত্রার দৃশ্য ৷ সেই ভিডিয়োতে রাহুল স্মৃতির পাতা উল্টে বলছেন, "আমার ঠাকুমার শেষকৃত্যের দিন...আমার জীবনের দ্বিতীয় সর্বাধিক কঠিন দিন ৷ তিনি আমায় বলেছিলেন, কেঁদো না...আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি আমার মুখটা লুকোচ্ছি ৷ মৃত্যুর আগে তিনি আমায় বলেছিলেন, 'আমার সঙ্গে যদি কিছু হয়, তাহলে কেঁদো না'...তখন বুঝতে পারিনি তিনি কী বলতে চাইছেন ৷ তার 2-3 ঘণ্টা পরই তাঁর মৃত্যু হল ৷ তাঁর হয়তো মনে হয়েছিল, তাঁকে খুন করা হবে ৷ আমার মনে হয় বাড়ির সবার সেটা মনে হয়েছিল ৷ একবার তিনি আমায়, আমাদের সবাইকে রাতে খাবার টেবিলে বলেছিলেন, রোগভোগে মৃত্যুটা হবে সবচেয়ে বড় অভিশাপ...তাঁর দেশের জন্য...তাঁর আদর্শকে ভালোবেসে তিনি এ কথা বলেছিলেন ৷ আজ আমি তাঁর সেই কথা বুঝতে পারি, তবে সে দিন পারিনি ৷"
আরও পড়ুন:Tripura Politics : ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার প্রকল্প
তাঁর ছোটবেলার কথা স্মরণ করে রাগা ভিডিয়োতে আরও বলেছেন, "বাড়িতে বাবা খুবই কড়া ছিলেন...আমার ছিল দুটো মা, তাঁদের মধ্যে একজন সুপার মাদার যিনি আসলে আমার ঠাকুমা ছিলেন ৷ বাবা যখন রেগে যেতেন তখন তিনিই আমায় বাঁচাতেন ৷"