নয়াদিল্লি, 20 মার্চ: লোকসভায় নিজের বক্তব্য পেশ করতে দেওয়া হোক ৷ এই দাবিতে এবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন কংগ্রেসের ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi Writes Speaker Om Birla) ৷ লন্ডনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাঁর ভাষমে ‘গণতন্ত্র সংকটে রয়েছে’ মন্তব্য নিয়ে নিজের বক্তব্য পেশ করতে চান রাহুল (Allow to Speak in Lok Sabha) ৷ সেই নিয়ে অধ্যক্ষের কাছে অনুমতি দিয়ে চিঠি লিখলেন কংগ্রেস নেতা ৷ সংবাদ সংস্থা পিটিআই তাদের একটি সূত্রকে উল্লেখ করে একথা জানিয়েছে ৷
জানা গিয়েছে, গতসপ্তাহে লন্ডন থেকে ফিরে ওম বিড়লার সঙ্গে দেখা করেছিলেন রাহুল গান্ধি ৷ সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী, সেখানে রাহুল লন্ডনে তাঁর মন্তব্যের স্বপক্ষে ব্যাখ্যা দেওয়ার জন্য আবেদন করেছেন লোকসভার অধ্যক্ষের কাছে ৷ যা নিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় দফার শুরু থেকেই উত্তাল হয়ে রয়েছে সংসদের দুই কক্ষ ৷ রাহুল গান্ধিকে লোকসভার ক্ষমা চাওয়ার দাবি তুলেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এমনকি রাজ্যসভায় এসে রাহুল গান্ধিকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন পীযূষ গোয়েল ৷ তিনি রাহুলের ভাষণকে ‘জঞ্জাল’ বলে মন্তব্য করেছিলেন ৷