নয়াদিল্লি, 27 জানুয়ারি : টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi Writes Letter to Parag Agarwal) ৷ তাঁর অভিযোগ, টুইটারে তাঁর ফলোয়ার কমে যাচ্ছে ৷ মোদি সরকারকে তাঁর কণ্ঠরোধ করতে চায় ৷ তাই টুইটারকে চাপ দিয়ে এই কাজ করাচ্ছে বলে দাবি কংগ্রেসের প্রাক্তন সভাপতির ৷
বৃহস্পতিবার টুইটারের সিইওকে (Twitter CEO Parag Agarwal) এই চিঠি লিখেছেন রাহুল ৷ এই মুহূর্তে প্রায় 20 মিলিয়ন ফলোয়ার রয়েছে রাহুল গান্ধির (Congress Leader Rahul Gandhi) টুইটার হ্যান্ডেলে ৷ সেই বিষয়টি উল্লেখ করে ওই আড়াই পাতার চিঠিতে রাহুল দাবি করেছেন, 2021-এর মে মাসে তাঁর টুইটার হ্যান্ডেলে রোজ 6 লক্ষ 40 হাজার ফলোয়ার বৃদ্ধি পেয়েছিল ৷ তারপর ওই বছর জুলাই পর্যন্ত এই পরিস্থিতি ছিল ৷
রাহুলের দাবি, গত অগস্ট থেকে পরিস্থিতি বদল হতে শুরু করে ৷ তারপর প্রতি মাসে তাঁর নতুন ফলোয়ারের সংখ্যা কমতে থাকে ৷ এখন তা প্রায় শূন্যে নেমে এসেছে ৷ রাহুল এই ঘটনার জন্য সরাসরি মোদি সরকারকেই দায়ী করেছেন ৷ তাঁর অভিযোগ, বরাবর বিরোধী কণ্ঠরোধ করতে সিদ্ধহস্ত মোদি সরকার ৷ তাই তিনি জানতে পেরেছেন যে, মোদি সরকার তাঁর কণ্ঠরোধ করার জন্য টুইটারের উপর চাপ সৃষ্টি করছে ৷
যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ (Twitter Rejects Rahul Allegation) ৷ তাদের দেওয়া পরিসংখ্যান নির্ভুল ৷ কোনওরকম কোনও কারচুপির কোনও সুযোগ নেই ৷ কারণ, প্রতি সপ্তাহেই পলিসি ভায়োলেশনের জেরে কয়েক মিলিয়ন অ্যাকাউন্টকে বাতিল করা হয় ৷
আরও পড়ুন :Rahul Gandhi's Republic Day Tweet : কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে রাহুলের শুভেচ্ছা টুইটে অমর জ্যোতি