নয়াদিল্লি, 4 অগস্ট : জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বিশেষ মর্যাদা (Special Status) অবলুপ্ত হওয়ার পর এই প্রথম সেখানে যাচ্ছেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ আগামী 9 অগস্ট তিনি শ্রীনগরে (Srinagar) যাচ্ছেন ৷ সেখানে তিনি দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷ তবে তাঁর সঙ্গে দলের আর কেউ যাচ্ছেন কি না, তা জানা যায়নি ৷
আরও পড়ুন :Border Dispute : আত্মরক্ষার্থে মিজো পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কোলাসিব’র জেলাশাসক
প্রসঙ্গত, 2019 সালের 5 অগস্ট সংসদে বিল পাস করে জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্ত করে মোদি সরকার ৷ ফলে সেদিনই সরে যায় ভূস্বর্গের বিশেষ মর্যাদা ৷ যা নিয়ে এখনও অসন্তুষ্ট সেখানকার রাজনৈতিক নেতারা ৷ একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে পুনর্গঠন করার বিলও 2019 সালের 5 অগস্ট সংসদে পাস হয়েছিল ৷ তার পর জম্মু ও কাশ্মীর এবং লাদাখ (Ladakh) আলাদা দু’টি কেন্দ্রশাসিত (Union Territory) অঞ্চল হয়ে গিয়েছে ৷
তবে সম্প্রতি জম্মু-কাশ্মীর নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র ৷ ইতিমধ্যে সেখানকার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) উপস্থিত ছিলেন ৷ কেন্দ্রীয় সরকারের সূত্রের খবর, জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের পরিকল্পনা করছে মোদি সরকার ৷