পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi Karnataka Visit: সপ্তাহের শুরুতেই কর্ণাটকে রাহুল গান্ধি, যোগ দেবেন যুবশক্তি সমাবেশে - কর্ণাটক বিধানসভা নির্বাচন 2023

সোমবার একদিনের সফরে কর্ণাটক আসছেন রাহুল গান্ধি (Rahul Gandhi Karnataka Visit) ৷ ভোটমুখী (Karnataka Assembly Election 2023) রাজ্য়ে নির্বাচনী প্রচার শুরু করতেই এই আয়োজন ৷

Rahul Gandhi will visit Karnataka for one day to start Election Campaign for Assembly Poll
ফাইল ছবি

By

Published : Mar 19, 2023, 10:52 PM IST

বেঙ্গালুরু, 19 মার্চ:একদিনের সফরে সোমবার কর্ণাটকে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi Karnataka Visit) ৷ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বেলাগাভিতে আয়োজিত হতে চলা যুবশক্তি সমাবেশে অংশগ্রহণ করবেন তিনি ৷ মনে করা হচ্ছে, ভোটমুখী কর্ণাটকে রাহুলের এই সফর ও কর্মসূচি দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করে দেবে কংগ্রেস ৷

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসেই ভোট হবে কর্ণাটকে (Karnataka Assembly Election 2023) ৷ সেই বিষয়টিকে মাথায় রেখেই রাহুলের এই কর্ণাটক সফর ৷ রবিবার কংগ্রেসের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতেই উত্তর কর্ণাটকের বেলাগাভিতে আয়োজিত যুবশক্তি সমাবেশ প্রসঙ্গে জানানো হয়েছে ৷ রাহুল যে ওই কর্মসূচিতে যোগ দিতে আসছেন, তাও দলের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷

স্থানীয় কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে জানা গিয়েছে, সোমবার বেলা 11টা নাগাদ বেলাগাভি বিমানবন্দরে পৌঁছবেন রাহুল ৷ অনুষ্ঠান শেষ হয়ে গেলে ওই দিনই বিমানে দিল্লি ফিরে যাবেন তিনি ৷ তার আগে দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকও রয়েছে রাহুলের ৷ যুবশক্তি সমাবেশের মাঝেই এই বৈঠক করবেন তিনি ৷ যত দূর জানা যাচ্ছে, এই বৈঠকটি হবে সোমবার বিকেলে ৷ সোমবারের অনুষ্ঠানে রাহুলের সঙ্গে থাকবেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ৷

আরও পড়ুন:চূড়ান্ত 125 নাম, বুধবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশ কংগ্রেসের

কংগ্রেসের প্রতিশ্রুতি, তারা যদি কর্ণাটকে সরকার তৈরির সুযোগ পায়, তাহলে তিনটি কাজ আগে করে দেখাবে ৷ প্রথমত, গৃহজ্যোতি প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবার 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবে ৷ দ্বিতীয়ত, গৃহলক্ষ্মী প্রকল্পের অধীনে পরিবারের কর্ত্রী মাসে 2 হাজার টাকা ভাতা পাবেন ৷ এবং তৃতীয়ত, অন্ন ভাগ্য প্রকল্পের আওতায় দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের জন্য মাসে 10 কিলোগ্রাম চাল বিনামূল্যে দেওয়া হবে ৷ উল্লেখ্য, কর্ণাটক বিধানসভায় মোট আসন রয়েছে 224টি ৷ কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনে তাঁদের দল 140 থেকে 150টি আসনে জিতবে ৷

ABOUT THE AUTHOR

...view details