পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi : সত্য উন্মোচিত হবে, পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে আক্রমণ রাহুলের - পেগাসাস স্পাইওয়্যার

পেগাসাস পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware) মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানাল কংগ্রেস ৷ এদিন এনিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ বলেন, "সত্য উন্মোচিত হবে ৷ এই বিষয়ে আমি আত্মবিশ্বাসী ৷"

Rahul Gandhi, Pegasus Spyware Case
Rahul Gandhi

By

Published : Oct 27, 2021, 6:06 PM IST

নয়াদিল্লি, 27 অক্টোবর : পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware) মামলায় সুপ্রিম কোর্ট সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে ৷ সেই নির্দেশকে স্বাগত জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সাংবাদিক সম্মেলন করে রাহুল বলেন, "সত্য উন্মোচিত হবে ৷ এই বিষয়ে আমি আত্মবিশ্বাসী ৷"

ক্ষোভের সঙ্গে এদিন রাহুল বলেন, "পেগাসাস স্পাইওয়্যার ভারতীয় গণতন্ত্রকে চূর্ণ করার চেষ্টা করেছে । এটি একটি বড় পদক্ষেপ যে সুপ্রিম কোর্ট বলেছে যে তারা এই বিষয়টি দেখবে । আমি আত্মবিশ্বাসী যে আমরা সত্য জানতে পারব ৷"

তিনি আরও বলেন, "গত সংসদ অধিবেশনে আমরা পেগাসাস ইস্যু উত্থাপন করেছি । এদিন সুপ্রিম কোর্ট সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে ৷ আমরা আগেই এর দাবি জানিয়েছিলাম ৷ আমরা তিনটি প্রশ্ন উত্থাপন করেছিলাম, কে পেগাসাসকে অনুমোদন দিয়েছে? এটি কার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল ? এবং অন্য কোনও দেশ কি আমাদের জনগণের তথ্য পাচ্ছে এর মাধ্যমে ?"

সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশে সন্তোষ প্রকাশ করে রাহুল বলেন, "আমরা খুশি যে সুপ্রিম কোর্ট পেগাসাস ইস্যু তদন্তের জন্য সম্মত হয়েছে ৷ আমরা আবারও সংসদে বিষয়টি উত্থাপন করব । আমরা সংসদে এনিয়ে আলোচনা করার চেষ্টা করব । তবে আমি নিশ্চিত যে বিজেপি এই নিয়ে কোনও প্রকারের আলোচনা পছন্দ করবে না ৷"

আরও পড়ুন : Pegasus Spyware Case : পেগাসাস তদন্তে সিট গঠন, আট সপ্তাহ বাদে ফের শুনানি সুপ্রিম কোর্টে

কংগ্রেস নেতা আরও বলেন, "পেগাসাস মুখ্যমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল । প্রাধনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কি এই পেগাসাস ব্যবহার করে কোনও তথ্য পেয়েছেন ? পেগাসাসের মাধ্যমে এই সমস্ত তথ্য যদি প্রধানমন্ত্রী পেয়ে থাকেন তবে তা একটি অপরাধমূলক কাজ ৷"

পেগাসাস স্পাইওয়্যার মামলার শুনানি ছিল বুধবার ৷ সুপ্রিম কোর্ট এই মামলায় সিট গঠনের নির্দেশ দিয়েছে ৷ বিশেষজ্ঞ দল গঠন করে তার নজরদারিতে তদন্ত করার কথা বলা হয়েছে ৷ সরেজমিনে তদন্ত করে দ্রুত সেই রিপোর্ট আদালতে জমা করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত ৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কংগ্রেসের পাশাপাশি স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেসও ৷

আরও পড়ুন : Pegasus Spyware Case : পেগাসাস কাণ্ডে সুপ্রিম রায়কে স্বাগত তৃণমূলের, সাবধানী বিজেপি

ABOUT THE AUTHOR

...view details