নয়াদিল্লি, 27 অক্টোবর : পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware) মামলায় সুপ্রিম কোর্ট সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে ৷ সেই নির্দেশকে স্বাগত জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সাংবাদিক সম্মেলন করে রাহুল বলেন, "সত্য উন্মোচিত হবে ৷ এই বিষয়ে আমি আত্মবিশ্বাসী ৷"
ক্ষোভের সঙ্গে এদিন রাহুল বলেন, "পেগাসাস স্পাইওয়্যার ভারতীয় গণতন্ত্রকে চূর্ণ করার চেষ্টা করেছে । এটি একটি বড় পদক্ষেপ যে সুপ্রিম কোর্ট বলেছে যে তারা এই বিষয়টি দেখবে । আমি আত্মবিশ্বাসী যে আমরা সত্য জানতে পারব ৷"
তিনি আরও বলেন, "গত সংসদ অধিবেশনে আমরা পেগাসাস ইস্যু উত্থাপন করেছি । এদিন সুপ্রিম কোর্ট সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে ৷ আমরা আগেই এর দাবি জানিয়েছিলাম ৷ আমরা তিনটি প্রশ্ন উত্থাপন করেছিলাম, কে পেগাসাসকে অনুমোদন দিয়েছে? এটি কার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল ? এবং অন্য কোনও দেশ কি আমাদের জনগণের তথ্য পাচ্ছে এর মাধ্যমে ?"
সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশে সন্তোষ প্রকাশ করে রাহুল বলেন, "আমরা খুশি যে সুপ্রিম কোর্ট পেগাসাস ইস্যু তদন্তের জন্য সম্মত হয়েছে ৷ আমরা আবারও সংসদে বিষয়টি উত্থাপন করব । আমরা সংসদে এনিয়ে আলোচনা করার চেষ্টা করব । তবে আমি নিশ্চিত যে বিজেপি এই নিয়ে কোনও প্রকারের আলোচনা পছন্দ করবে না ৷"