নয়াদিল্লি, 26 ডিসেম্বর:দেশে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হতে চলেছে ৷ বড়দিনে এই বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Covid booster doses)৷ তবে তাঁর দাবি, বুস্টার ডোজ চালু করার পরামর্শ তাঁরই ছিল ৷ কেন্দ্র তাঁর সেই পরামর্শ মেনে নিয়েছে ৷
ক্রিসমাসের রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi announces Covid Booster dose) ঘোষণা করেন, আগামী বছর 10 জানুয়ারি থেকে দেশে করোনার 'প্রিকশন ডোজ' (roll out of Covid booster doses) দেওয়া হবে ৷ প্রথমে এই ডোজ পাবেন কো-মর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্ব নাগরিকরা এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা ৷ তবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে বুস্টার ডোজ নেওয়ার জন্য চিকিৎসকদের প্রেসক্রিপশন দেখাতে হবে ৷
আরও পড়ুন:Covid vaccine for 15 to 18 Years : 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকা: প্রধানমন্ত্রী