পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul in Winter Jacket: রাজধানীর ঠান্ডায় হার-না-মানা টি-শার্ট ! কাশ্মীরে রাহুলের গায়ে জ্যাকেট

7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা হয় ৷ তবে থেকে টি-শার্টেই দেখা গিয়েছে রাহুল গান্ধিকে ৷ দিল্লি থেকে শুরু করে উত্তর ভারতের বিভিন্ন জায়গার কনকনে ঠান্ডাতেও তার ব্যতিক্রম হয়নি ৷ এবার হল (Rahul Gandhi was seen wearing a winter jacket) ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি

By

Published : Jan 20, 2023, 10:55 AM IST

Updated : Jan 20, 2023, 1:31 PM IST

জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় রাহুল গান্ধির গায়ে জ্য়াকেট ঘিরে প্রশ্ন

কাঠুয়া, 20 জানুয়ারি: শীতের জ্যাকেট পরে দেখা দিলেন রাহুল গান্ধি ৷ শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হয় ৷ এদিন তাঁকে একটি কালো রঙের জ্যাকেট পরে হাঁটতে দেখা যায় ৷ এ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায় ৷ ভারত জোড়ো যাত্রার শুরু থেকে গতকাল, 19 জানুয়ারি পর্যন্ত প্রকাশ্যে জ্যাকেট বা শীতের প্রয়োজনীয় গরম কোনও পোশাক পরতে দেখা যায়নি কংগ্রেস সাংসদকে ৷ দিল্লির কনকনে ঠান্ডাতেও টি-শার্ট পরে হেঁটেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷

তিনি কী করে এত ঠান্ডায় টি-শার্টে হাঁটছেন ? তা জানতে চেয়েছেন অনেকে । এই প্রশ্নে ভারত জোড়ো যাত্রার রাস্তায় দেখতে পাওয়া দুঃস্থ, পিছিয়ে পড়ে শ্রেণির মানুষ, শিশুদের ছেঁড়া জামাকাপড়ের দিকে আঙুল তুলে বিজেপি সরকারকে আক্রমণ করেছেন তিনি ৷ এই টি-শার্ট পরাটা তাঁর জন্য আত্মত্যাগ বলে দাবি করেছেন ৷ তাই স্বভাবত এবার জ্যাকেটে রাহুলকে দেখে অনেকেই সেই ভিডিয়ো, ছবি ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি (Congress leader Rahul Gandhi was seen wearing a winter jacket as Bharat Jodo Yatra resumed from Jammu Kashmir's Kathua ) ৷

আরও পড়ুন: কনকনে শীতেও সর্বক্ষণ পরনে সাদা টিশার্ট কেন? মুখ খুললেন রাহুল

আজ ভারত জোড়ো যাত্রার 125তম দিনে তাঁর সঙ্গে রয়েছেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত-সহ উপত্যকার স্থানীয় নেতারা ৷ গতকাল জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেছে যাত্রা ৷ জানা গিয়েছে, 26 জানুয়ারি উপত্যকায় রাহুল গান্ধি দেশের জাতীয় পতাকা উত্তোলন করে ভারত জোড়ো যাত্রার সমাপ্তি করবেন ৷ এই যাত্রায় সমাজের বিভিন্ন শ্রেণির বহু মানুষ যোগ দিয়েছেন ৷

তবে বারেবারে রাহুল গান্ধির টি-শার্ট পরে মাইলের পর মাইল হেঁটে চলার ছবিটি তর্কে ফিরে এসেছে ৷ আজ এই দৃশ্য দেখে নেটিজেনদের কেউ লিখেছেন, যাত্রা শুরুর সময় কাঠুয়াতে বৃষ্টি পড়ছিল ৷ তাই রাহুল জ্যাকেট পরেছেন, এটা ঠান্ডা লাগার জন্য নয় ৷ কেউ আবার বিস্ময় প্রকাশ করে লিখেছেন, "শেষমেশ রাহুল গান্ধিকে জ্যাকেটে দেখতে পেলাম ৷ তাহলে এখানে ঠান্ডা লাগার ভয় রয়েছে ৷" আরেক নেটিজেন প্রশ্ন করেছেন, "ভারত জোড়ো যাত্রায় রাহুল কি এই প্রথমবার জ্যাকেট পরলেন ?" কংগ্রেসের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত এই যাত্রায় কে বেশি নজর কাড়ল- রাহুল নাকি তাঁর গলাবন্ধ টি-শার্ট ?

Last Updated : Jan 20, 2023, 1:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details