পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi in Controversy : রাজনৈতিক অনুমোদন ছাড়াই লন্ডন সফরে, ফের বিতর্কে রাহুল গান্ধি - Rahul Gandhi Visited London having no political clearance

সাংসদদের বিদেশ সফরে যাওয়ার আগে বিদেশমন্ত্রকের অনুমতি নেওয়া আবশ্যক এদেশে ৷ কিন্তু রাহুল গান্ধির সাম্প্রতিক লন্ডন সফরে সেই অনুমোদন ছাড়াই হয়েছে, একাধিক বিশ্বস্ত সূত্র মারফৎ এমনই খবর এসেছে সংবাদসংস্থা এএনআই-এর কাছে (Rahul Gandhi Visited London having no political clearance) ৷ স্বাভাবিকভাবেই কেন্দ্রের শাসক দলের সমালোচনায় আবারও ফালা-ফালা হতে হচ্ছে ওয়েনাডের সাংসদকে ৷

Rahul Gandhi in Controversy
ফের বিতর্কে রাহুল গান্ধি

By

Published : May 25, 2022, 9:54 PM IST

Updated : May 26, 2022, 10:47 AM IST

নয়াদিল্লি, 25 মে : সময় ভাল না-গেলে যেমনটা হয়, রাহুল গান্ধির সঙ্গে ঠিক তেমনটাই ঘটছে ৷ দিনকয়েক আগে বিদেশের নাইটক্লাবে ওয়েনাডের সাংসদের ভাইরাল ভিডিও ক্লিপিংস নিয়ে তাঁকে সমালোচনায় বিদ্ধ করেছিল বিজেপি ৷ চব্বিশের কথা মাথায় রেখে সম্প্রতি সনিয়া গান্ধি যে টাস্ক ফোর্স গঠন করেছেন তাতে রাহুলের নাম রাখেননি তিনি ৷ যা নিয়ে শুরু হয়েছে জলঘোলা ৷ এবার অনুমোদন ছাড়াই লন্ডন সফরে গিয়ে বিতর্কে জড়ালেন সোনিয়া-পুত্র ৷

সাংসদদের বিদেশ সফরে যাওয়ার আগে বিদেশমন্ত্রকের অনুমতি নেওয়ার আগে আবশ্যক এদেশে ৷ কিন্তু রাহুল গান্ধির সাম্প্রতিক লন্ডন সফর সেই অনুমোদন ছাড়াই হয়েছে, একাধিক বিশ্বস্ত সূত্র মারফৎ এমনই খবর পৌঁছেছে সংবাদসংস্থা এএনআই-য়ের কাছে (Rahul Gandhi Visited London having no political clearance) ৷ স্বাভাবিকভাবেই কেন্দ্রের শাসক দলের সমালোচনায় আবারও ফালা-ফালা হতে হচ্ছে ওয়েনাডের সাংসদকে ৷ সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত 'আইডিয়া ফর ইন্ডিয়া' ইভেন্টের আমন্ত্রণ পত্র সরাসরি আসে রাহুল গান্ধির কাছে ৷ কিন্তু নিয়ম বহির্ভূতভাবে সেই আমন্ত্রণের রাজনৈতিক অনুমোদন না-নিয়েই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইভেন্টে যোগ দেন সনিয়া-পুত্র ৷

ওই একই ইভেন্টে যোগ দিয়ে সমালোচনার মুখে পড়েছেন রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ প্রফেসর মনোজ ঝা ৷ কেমব্রিজের ওই ইভেন্টে আবার যুক্তরাজ্যের প্রাক্তন লেবার পার্টির নেতা জেরেমি করবিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন জাতীয় কংগ্রেস সভাপতি, যিনি আবার ভারত-বিদ্বেষী এবং হিন্দু-বিরোধী হিসেবে পরিচিত ৷ ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের পোস্ট করা সেই ইভেন্টের ছবি পোস্ট করতেই বিতর্কে রাহুল ৷

আরও পড়ুন : 'ইতালিয়ান চশমা খুলে মোদির উন্নয়ন দেখো', রাহুলকে পরামর্শ শাহের

'আইডিয়া ফর ইন্ডিয়া' অনুষ্ঠানে মোদি সরকারকে নিশানা করে সেখানে রাহুল জানান, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রেই আজ গণতন্ত্র ভুলুন্ঠিত ৷ এদেশে সংবিধান আক্রান্ত বলেও কেমব্রিজের অনুষ্ঠানে মন্তব্য করেন ওয়েনাডের সাংসদ ৷ মাইক্রোব্লগিং সাইট টুইটারে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুব্রহ্মণিয়াম জয়শঙ্করের সঙ্গে এ নিয়ে একপ্রস্থ উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়ে গিয়েছে সোনিয়া-পুত্রের ৷

Last Updated : May 26, 2022, 10:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details