নয়াদিল্লি, 25 মে : সময় ভাল না-গেলে যেমনটা হয়, রাহুল গান্ধির সঙ্গে ঠিক তেমনটাই ঘটছে ৷ দিনকয়েক আগে বিদেশের নাইটক্লাবে ওয়েনাডের সাংসদের ভাইরাল ভিডিও ক্লিপিংস নিয়ে তাঁকে সমালোচনায় বিদ্ধ করেছিল বিজেপি ৷ চব্বিশের কথা মাথায় রেখে সম্প্রতি সনিয়া গান্ধি যে টাস্ক ফোর্স গঠন করেছেন তাতে রাহুলের নাম রাখেননি তিনি ৷ যা নিয়ে শুরু হয়েছে জলঘোলা ৷ এবার অনুমোদন ছাড়াই লন্ডন সফরে গিয়ে বিতর্কে জড়ালেন সোনিয়া-পুত্র ৷
সাংসদদের বিদেশ সফরে যাওয়ার আগে বিদেশমন্ত্রকের অনুমতি নেওয়ার আগে আবশ্যক এদেশে ৷ কিন্তু রাহুল গান্ধির সাম্প্রতিক লন্ডন সফর সেই অনুমোদন ছাড়াই হয়েছে, একাধিক বিশ্বস্ত সূত্র মারফৎ এমনই খবর পৌঁছেছে সংবাদসংস্থা এএনআই-য়ের কাছে (Rahul Gandhi Visited London having no political clearance) ৷ স্বাভাবিকভাবেই কেন্দ্রের শাসক দলের সমালোচনায় আবারও ফালা-ফালা হতে হচ্ছে ওয়েনাডের সাংসদকে ৷ সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত 'আইডিয়া ফর ইন্ডিয়া' ইভেন্টের আমন্ত্রণ পত্র সরাসরি আসে রাহুল গান্ধির কাছে ৷ কিন্তু নিয়ম বহির্ভূতভাবে সেই আমন্ত্রণের রাজনৈতিক অনুমোদন না-নিয়েই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইভেন্টে যোগ দেন সনিয়া-পুত্র ৷