শ্রীনগর, 29 জানুয়ারি: রবিবার শ্রীনগরের লাল চকে জাতীয় পতাকা উত্তোলন করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) । শনিবার রাহুল শহরের পান্থচৌক থেকে ভারত জড়ো যাত্রা (Bharat Jodo Yatra) পুনরায় শুরু করেন ৷ এই পদযাত্রা এদিন তার শেষ দিনে প্রবেশ করেছে । শ্রীনগরে শেষ হবে ভারত জড়ো যাত্রা ৷ শনিবার রাহুলের সঙ্গে যাত্রায় ছিলেন তাঁর বোন এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷ সেই চর্চিত সাদা টি-শার্টে রবিবার দেখা গিয়েছে কংগ্রেস সাংসদকে ৷ এই পোশাকেই এদিন যাত্রা শুরু করেন তিনি । সোমবার শেষ হবে প্রায় পাঁচ মাস ধরে চলা এই যাত্রা । তার আগের দিন উপত্যকায় পতাকা উত্তোলন করলেন রাহুল ।
তেরঙা ও দলীয় পতাকা হাতে মহিলা-সহ কয়েকশো কংগ্রেস সমর্থকদের সঙ্গে প্রিয়াঙ্কা ও রাহুল যোগ দেন যাত্রায় । ভারত জড়ো যাত্রা লাল চকের পর বুলেভার্ড এলাকার নেহেরু পার্কের দিকে এগিয়ে যায় ৷ যেখানে 4 হাজার 80 কিলোমিটার পদযাত্রার সমাপ্তি ঘটবে ৷ 7 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এই যাত্রা। সারা দেশের 75টি জেলা পরিক্রম করেছে । রাহুল গান্ধি সোমবার এমএ রোডে দলের সদর দফতরে তেরঙা উত্তোলন করবেন ৷ এর পরে এসকে স্টেডিয়ামে একটি জনসভা অনুষ্ঠিত হবে ৷ যার জন্য 23টি বিরোধী রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে ।