ইম্ফল, 29 জুন: দুই জনজাতির মধ্যে সংঘর্ষে আহত বাসিন্দাদের সঙ্গে দেখা করতে রওনা দিলেন রাহুল গান্ধি ৷ বুধবার সকালে নয়াদিল্লির বিমানবন্দর থেকে ইম্ফলগামী বিমানে উঠেছেন কংগ্রেস নেতা ৷ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, মণিপুরে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসার ঘটনায় বহু মানুষ জখম হয়েছেন ৷ এখনও পর্যন্ত 100 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মণিপুরে গিয়েছিলেন ৷
বহু মানুষ নিজের ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৷ তাঁদের সঙ্গে দেখা করবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ 29-30 জুন, দু'দিনের সফরে রাহুল ইম্ফল এবং চুরাচন্দপুরে বিভিন্ন নাগরিক সমাজের সংগঠনের সঙ্গেও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন ৷
3 মে একটি মিছিলকে কেন্দ্র করে হিংসার ঘটনার সূত্রপাত উত্তরপূর্বের এই রাজ্যে ৷ সেই শুরু ৷ মেইতি জনজাতিকে তফশিলি উপজাতিভুক্ত করার বিরোধিতা করছে কুকি সম্প্রদায় ৷ আর এ নিয়ে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ তারপর থেকে প্রায় দু'মাস হতে চলল ৷ এই প্রথম কংগ্রেস নেতা অশান্ত মণিপুরের অবস্থা নিজের চোখে দেখতে যাচ্ছেন ৷