নয়াদিল্লি, 22 জানুয়ারি: কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়া যাত্রার কর্মসূচি শেষে আগামী 30 জানুয়ারি শ্রীনগরে দলীয় দফতরে জাতীয় পতাকা তুলবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ ওই একইদিনে দেশের সবকটি প্রদেশ কংগ্রেস দফতরেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে ৷ কংগ্রেসের জেনেরাল ,সেক্রেটারি কেসি ভেনুগোপাল জানিয়েছেন, গত 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে যে ভারত জোড়ো যাত্রার সূচনা করেছিলেন রাহুল, তা 30 জানুয়ারি শ্রীনগরে শেষ হবে (end of Bharat Jodo Yatra) ৷
উল্লেখ্য, এই কর্মসূচিতে যোগ দিয়ে মোট 3 হাজার 970 কিমি পথ হেঁটেছেন রাহুল গান্ধি ৷ 12টি রাজ্য ও 2 কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরেছে এই পদযাত্রা ৷ কংগ্রেসের দাবি, দেশের যে যে প্রান্ত দিয়ে গিয়েছে ভারত জোড়ো যাত্রা সেখানেই মানুষের দারুণ সাড়া পেয়েছে এই কর্মসূচি ৷ রাহুল গান্ধি যে ভালোবাসা ও একতার বার্তা দিয়েছেন তাও পৌঁছে গিয়েছে দেশের নানা প্রান্তে ৷ দলের এই কর্মসূচিকে ঐতিহাসিক ও ভারতীয় রাজনীতির মোড় ঘোরানোর মতো পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছে কংগ্রেস ৷ বিরোধী ঐক্যে শান দিতে কংগ্রেস দেশের 23টি রাজনৈতিক দলকে 30 জানুয়ারির কর্মসূচিতে যোগ দেওয়ার আবেদন জানিয়েছে (Rahul Gandhi in Bharat Jodo Yatra) ৷