নয়াদিল্লি, 17 জুন :কোভিড আক্রান্ত সোনিয়া গান্ধি এখনও হাসপাতালে ভর্তি ৷ এই অবস্থায় 13-15 জুন টানা তিনদিন ইডি দফতরে হাজিরা দিয়েছেন পুত্র রাহুল ৷ আজ ফের ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় টাকা তছরূপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে ডেকে পাঠিয়েছিল ৷ মায়ের অসুস্থতার জন্য তা পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন কংগ্রেস সাংসদ ৷ তাঁর কথা শুনেছে ইডি দফতর ৷ আগামী সপ্তাহে 20 জুন ইডির মুখোমুখি হবেন রাহুল গান্ধি (Rahul Gandhi to appear before ED on 20 June in National Herald case) ৷
কংগ্রেস সাংসদ ইডির তদন্তকারী আধিকারিককে চিঠিতে জানান, তিনি তাঁর অসুস্থ মা সোনিয়া গান্ধির সঙ্গে থাকতে চান ৷ তাই 17 জুন ইডির দফতরে যাওয়া থেকে তাঁকে রেহাই দিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 2 জুন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির কোভিড সংক্রমণ ধরা পড়ে ৷ 12 জুন তাঁকে দিল্লিতেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ এখনও তিনি সেখানে চিকিৎসাধীন ৷