পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi ED Appearance : অসুস্থ মায়ের সঙ্গে সময় কাটাতে চান রাহুল, ইডি দফতরে হাজিরা পিছল - ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় টাকা তছরূপের মামলা

12 জুন থেকে সোনিয়া গান্ধি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ৷ এদিকে 13-15 জুন লাগাতার ইডি জেরা করেছে রাহুল গান্ধিকে ৷ আজও তদন্তকারী সংস্থার কাছে যাওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু কোভিড আক্রান্ত মায়ের কাছে থাকতে চান তিনি (Rahul Gandhi ED Appearance) ৷

Rahul Gandhi to see Sonia Gandhi
হাসপাতালে মাকে দেখতে যাচ্ছেন রাহুল গান্ধি

By

Published : Jun 17, 2022, 9:38 AM IST

Updated : Jun 17, 2022, 4:10 PM IST

নয়াদিল্লি, 17 জুন :কোভিড আক্রান্ত সোনিয়া গান্ধি এখনও হাসপাতালে ভর্তি ৷ এই অবস্থায় 13-15 জুন টানা তিনদিন ইডি দফতরে হাজিরা দিয়েছেন পুত্র রাহুল ৷ আজ ফের ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় টাকা তছরূপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে ডেকে পাঠিয়েছিল ৷ মায়ের অসুস্থতার জন্য তা পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন কংগ্রেস সাংসদ ৷ তাঁর কথা শুনেছে ইডি দফতর ৷ আগামী সপ্তাহে 20 জুন ইডির মুখোমুখি হবেন রাহুল গান্ধি (Rahul Gandhi to appear before ED on 20 June in National Herald case) ৷

কংগ্রেস সাংসদ ইডির তদন্তকারী আধিকারিককে চিঠিতে জানান, তিনি তাঁর অসুস্থ মা সোনিয়া গান্ধির সঙ্গে থাকতে চান ৷ তাই 17 জুন ইডির দফতরে যাওয়া থেকে তাঁকে রেহাই দিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 2 জুন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির কোভিড সংক্রমণ ধরা পড়ে ৷ 12 জুন তাঁকে দিল্লিতেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ এখনও তিনি সেখানে চিকিৎসাধীন ৷

প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ একটি টুইট করে রাহুল গান্ধির ইডির কাছে হাজিরা দেওয়ার দিন বদলের কথা জানিয়েছেন ৷ তিনি সদ্য কংগ্রেসের জনসংযোগের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন ৷ 13-15 জুন পর্যন্ত ইডি প্রায় 30 ঘণ্টা ধরে জেরা করেছে রাহুল গান্ধিকে ৷ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর আওতায় তাঁর বয়ান রেকর্ড (Prevention of Money Laundering Act, PMLA) করেছে ইডি ৷

আরও পড়ুন : করোনার রেশ, হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি

Last Updated : Jun 17, 2022, 4:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details