পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi Conviction: সাজায় হারিয়েছেন সাংসদ পদ, 'রায়'কে চ্যালেঞ্জ করে আজ আদালতে রাহুল - মানহানির মামলায় ঘোষিত সাজা

আজ সুরাত আদালতে মানহানির মামলায় ঘোষিত সাজার বিরুদ্ধে আবেদন করতে পারেন রাহুল গান্ধি ৷ তাঁর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা থাকতে পারেন বলে সূত্রের খবর ৷

Rahul to Appeal in Surat Court ETV BHARAT
Rahul to Appeal in Surat Court

By

Published : Apr 3, 2023, 12:39 PM IST

নয়াদিল্লি, 3 এপ্রিল: ‘মোদি পদবী’ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধি ৷ সেখানে 2 বছরের জন্য তাঁকে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷ সূত্রে খবর, সেই রায়ের বিরুদ্ধে সুরাত আদালতে আজ আবেদন করতে পারেন ৷ 2019 লোকসভা ভোটের সময় ললিত মোদি ও নীরব মোদির সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চোর বলার অভিযোগ ছিল রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ সেই মামলায় সম্প্রতি দোষী সাব্যস্ত হওয়ার পর, রাহুলকে 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুরাতের আদালত ৷ এমনকি জনপ্রতিনিধি আইন অনুযায়ী, তাঁর সাংসদ পদও খারিজ হয়ে যায় ৷

সেই রায়ের বিরুদ্ধে আজ সুরাত আদালতে আবেদন করতে পারেন রাহুল ৷ তিনি নিজে আদালতে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর ৷ সঙ্গে তাঁর বোন তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা থাকবেন বলে জানা গিয়েছে ৷ সুরাত যাওয়ার আগে রাহুল প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গেও দেখা করেছেন ৷ মনে করা হচ্ছে রাহুল গান্ধি আজ তাঁর আবেদনে মানহানির মামলা থেকে মুক্তি এবং 2 বছরের কারাদণ্ডের সাজা খারিজের আবেদন করবেন ৷ উল্লেখ্য, জনপ্রতিনিধি আইন 1951-র সংশোধনী 8 (3) ধারায় অনুযায়ী 2 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি আপনা থেকেই জনপ্রতিনিধির পদ খোয়াবেন ৷

কিন্তু, এই ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷ সংসদের বাইরে ও ভিতরে লাগাতার প্রতিবাদ চালাচ্ছেন কংগ্রেস সাংসদরা ৷ এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি, প্রতিটি রাজ্যে সংকল্প সত্যাগ্রহ শুরু করেছে কংগ্রেস ৷ বিজেপির বিরুদ্ধে এই ইস্যুকে হাতিয়ার করেছে কংগ্রেস ৷ উল্লেখ্য, রাহুল গান্ধিকে তাঁর সাংসদ কোয়ার্টার ছেড়ে দিতে বলা হয়েছে ৷ এই পরিস্থিতিতে রাহুল গান্ধিকে দিল্লিতে থাকার জন্য একাধিক কংগ্রেস নেতা নিজেদের বাংলো ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ৷

আরও পড়ুন:জনপ্রতিনিধি আইন 1951-র 8 (3) ধারার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা

প্রসঙ্গত, 2019 সালে কর্ণাটকে একটি নির্বাচনী প্রচার সভায় নীরব মোদি, ললিত মোদি এবং নরেন্দ্র মোদির নাম উল্লেখ করে রাহুল বলেন, ‘‘সব চোরদের এক পদবী মোদি ৷’’ এই মন্তব্যের জেরে রাহুল গান্ধির বিরুদ্ধে সুরাত আদালতে মানহানি মামলা করেন গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি ৷ মূলত, মোদি পদবীর মানুষজনকে এবং ওবিসি সমাজকে অপমানের অভিযোগে সেই মামলা দায়ের করা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details