নয়াদিল্লি, 3 এপ্রিল: ‘মোদি পদবী’ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধি ৷ সেখানে 2 বছরের জন্য তাঁকে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷ সূত্রে খবর, সেই রায়ের বিরুদ্ধে সুরাত আদালতে আজ আবেদন করতে পারেন ৷ 2019 লোকসভা ভোটের সময় ললিত মোদি ও নীরব মোদির সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চোর বলার অভিযোগ ছিল রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ সেই মামলায় সম্প্রতি দোষী সাব্যস্ত হওয়ার পর, রাহুলকে 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুরাতের আদালত ৷ এমনকি জনপ্রতিনিধি আইন অনুযায়ী, তাঁর সাংসদ পদও খারিজ হয়ে যায় ৷
সেই রায়ের বিরুদ্ধে আজ সুরাত আদালতে আবেদন করতে পারেন রাহুল ৷ তিনি নিজে আদালতে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর ৷ সঙ্গে তাঁর বোন তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা থাকবেন বলে জানা গিয়েছে ৷ সুরাত যাওয়ার আগে রাহুল প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গেও দেখা করেছেন ৷ মনে করা হচ্ছে রাহুল গান্ধি আজ তাঁর আবেদনে মানহানির মামলা থেকে মুক্তি এবং 2 বছরের কারাদণ্ডের সাজা খারিজের আবেদন করবেন ৷ উল্লেখ্য, জনপ্রতিনিধি আইন 1951-র সংশোধনী 8 (3) ধারায় অনুযায়ী 2 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি আপনা থেকেই জনপ্রতিনিধির পদ খোয়াবেন ৷