নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 73তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছার বন্যায় ভাসালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও শাসক-বিরোধী দলের নেতারা ৷ সৌজন্যে বাধ সাধেনি দলগুলির আদর্শগত মতভেদ ৷ রাহুল গান্ধি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার থেকে অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার - বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা জন্মদিনে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করলেন ৷
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে তাঁর জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । আমি কামনা করি যে আপনার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আপনি 'অমৃতকাল'-এ ভারতের সামগ্রিক উন্নয়নের পথ প্রশস্ত করুন । আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি সর্বদা সুস্থ ও সুখী থাকুন এবং আপনার দুর্দান্ত নেতৃত্বে দেশবাসীর উপকার অব্যাহত রাখুন ।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "ইতিহাসে প্রথমবারের মতো, প্রধানমন্ত্রী মোদিজি দেশের উন্নয়নের সঙ্গে প্রতিটি ভারতীয়ের হৃদয়কে সংযুক্ত করার বিস্ময়কর কাজ করেছেন । দেশের কোটি কোটি দরিদ্র মানুষের জীবনকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করেছেন ৷ তাঁদের জীবন বদলে দেওয়ার দৃঢ় সংকল্পের কারণে মোদিজি আজ 'দীনমিত্র' নামে পরিচিত ।
নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী ইন্ডিয়া জোটের নেতারাও ৷ প্রধানমন্ত্রীর কঠোর সমালোচক কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি রবিবার সাতসকালে মোদিকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷"
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের উষ্ণতম শুভেচ্ছা ।"
শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । তিনি লেখেন, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে তাঁর জন্মদিনে আমার শুভেচ্ছা । তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ৷"