নয়াদিল্লি, 6 জুলাই : রাফাল চুক্তি ও বাড়তে থাকা পেট্রল-ডিজেলের (Petrol-Diesel ) দাম নিয়ে ফের একবার নরেন্দ্র মোদি (narendra modi) সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ আজ এ নিয়ে মোদি সরকারকে নিশানা করে একটি টুইট করেন রাহুল ৷ যেখানে কবিতার ছন্দে কেন্দ্র তথা বিজেপি সরকারকে একহাত নেন তিনি ৷ পাশাপাশি টুইটের শেষ লাইনে একটি শূন্যস্থান রেখেছেন রাহুল ৷ সেই শূন্যস্থানটি সাধারণের জন্য ছেড়ে দিয়েছেন ৷
রাহুল তাঁর টুইটারে লেখেন, ‘‘বন্ধুদের জন্য রাফাল আছে, কর আদায়ে মহার্ঘ জ্বালানি, পিএসইউ-পিএসবি-র সেল আছে, প্রশ্ন করলে জেল আছে, মোদি সরকার ____ !’’ প্রসঙ্গত, গত শুক্রবার ভারতের সঙ্গে যুদ্ধবিমান রাফাল চুক্তি নিয়ে সম্ভাব্য দুর্নীতির অভিযোগে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ফ্রান্স ৷ যেখানে ভারত সরকার এবং রাফাল প্রস্তুতকারী সংস্থা দাঁসো’র চুক্তিতে এক মধ্যস্থতাকারী ছিল বলে অভিযোগ উঠেছে ৷ যে মধ্যস্থতাকারীকে 1.1 মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ আগে থেকেই রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ করে আসা রাহুল গান্ধি তথা কংগ্রেস এই ইস্যুতে ফের হাতে অস্ত্র পেয়ে গিয়েছে ৷ আর এ নিয়ে ফের একবার তদন্তের দাবি তুলেছে বিরোধী কংগ্রেস ৷ যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবিতে সরব হয়েছেন রাহুল গান্ধি ৷