নয়াদিল্লি, 25 মার্চ: সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার প্রায় 24 ঘণ্টা পর মুখ খুললেন কংগ্রেসের রাহুল গান্ধি (Rahul Speaks after Disqualification as MP) ৷ শনিবার দুপুরে নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে বসে আবারও তিনি নিশানা করলেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) ৷ ফের তিনি প্রশ্ন তুললেন আদানি ও মোদির মধ্যে সম্পর্ক নিয়ে ৷ সরাসরি বললেন, তিনি এই নিয়ে প্রশ্ন করবেনই ৷ সাংসদ পদ খারিজ করে বা জেলে পাঠিয়ে তাঁকে চুপ করানো যাবে না ৷
মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে গত বৃহস্পতিবার গুজরাতের সুরাত আদালত রাহুল গান্ধিকে দু’বছরের কারাদণ্ডে দণ্ডিত করে (Rahul Gandhi Sentence on Defamation Case) ৷ তার পর রাহুল গান্ধি প্রকাশ্য়ে কোনও মন্তব্য করেননি ৷ তাঁর দলের সাংসদরা বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেও তিনি মহাত্মা গান্ধির উক্তিকে উদ্ধৃত করে অহিংসা ও সত্য়ের কথা লিখেছিলেন টুইটারে ৷ পরদিন, শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যায় ৷ সেই বিজ্ঞপ্তি জারির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কংগ্রেস (Congress Slams BJP) ৷ রাহুল সেদিনও প্রকাশ্য়ে মুখ খোলেননি ৷ বরং টুইটারে তিনি ভারতের জন্য লড়াইয়ের কথা লেখেন ৷ আর সেই লড়াইয়ের জন্য তিনি যেকোনও মূল্য দিতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন ৷
তার পর শনিবার তিনি সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমি আগেও বহুবার বলেছি যে ভারতে গণতন্ত্রের উপর আক্রমণ হচ্ছে ৷ রোজ নতুন নতুন উদাহরণ পাওয়া যাচ্ছে ৷’’ এর পরই তিনি আদানি ইস্যুতে সরব হন ৷ প্রশ্ন তোলেন, ‘‘আদানির শেল কোম্পানিতে 20 হাজার কোটি টাকা কে বিনিয়োগ করল ? ওই টাকা কার ?’’ রাহুলের দাবি, এই প্রশ্ন তিনি সংসদে করেছিলেন ৷ আর মোদি ও আদানির মধ্যে যে দীর্ঘদিনের সম্পর্ক সেটাও ছবি ও প্রমাণ-সহ সংসদে পেশ করেছিলেন ৷ তিনি শুধু জানতে চান যে মোদি ও আদানির মধ্যে কী সম্পর্ক ?
রাহুলের অভিযোগ, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই মোদি ও আদানির মধ্যে সম্পর্ক রয়েছে ৷ তিনি সেই বিষয়ে জানতে চেয়েছিলেন ৷ তাঁর কাছে তথ্য রয়েছে ৷ অথচ সেই বক্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হল ৷ এই নিয়ে তিনি অধ্যক্ষ ওম বিড়লাকে (LS Speaker Om Birla) চিঠি লিখেছিলেন বলে জানিয়েছেন ৷ তিনি জানান, তাঁর কাছে থাকা প্রমাণ তিনি দেখাতে চান লোকসভার অধ্য়ক্ষকে ৷ কিন্তু তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি ৷ বরং কেন্দ্রের মন্ত্রীরা তাঁর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন সংসদে ৷