আইজল, 16 অক্টোবর: কংগ্রেস নেতা রাহুল গান্ধি সোমবার আইজলে পদযাত্রা করেন ৷ সেই সময় অনেক মানুষ হাজির হয়েছিলেন তাঁকে অভ্যর্থনা জানাতে । উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে ৷ সেই আবহে এ দিন মিজোরামের রাজধানীর চানমারি মোড় থেকে পদযাত্রা শুরু করেন তিনি ৷ উপস্থিত ছিলেন কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷
ভোটের সময় রোড শো বেশি করতে দেখা যায় রাজনৈতিক নেতাদের ৷ কিন্তু ভারত জোড়ো যাত্রার পর থেকে রাহুল গান্ধি পদযাত্রাতেই বেশি জোর দিচ্ছেন ৷ সেই কারণে এ দিন মিজোরামেও তিনি পদযাত্রা করলেন ৷ রাজনৈতিক মহলের মতে, এর কারণ হতে পারে পদযাত্রায় অনেক বেশি জনসংযোগ করা যায় ৷ রাহুল গান্ধি কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রার সময় হয়তো সেটা উপলব্ধি করেছেন, তাই এখন পদযাত্রায় বেশি জোর দিচ্ছেন ৷
এ দিন আইজলে জনসংযোগের সেই ছবি চোখে পড়েছে ৷ রাহুল হাঁটতে হাঁটতে কখনও সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়েছেন ৷ আবার কখনও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের কাছে গিয়ে হাত মিলিয়েছেন ৷ কথা বলেছেন ৷ মিটিয়েছেন সেলফির আবদার ৷ এ দিন 4-5 কিলোমিটারের রাহুলের এই পদযাত্রা শেষ হবে মিজোরামের রাজভবনের কাছে ৷ সেখানে সমাবেশও করা হবে কংগ্রেসের তরফে৷ সেই সমাবেশ থেকেই মিজোরামের মানুষ নির্বাচনী বার্তা দেবেন রাহুল গান্ধি ৷