পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতের কুস্তি ফেডারেশন বিতর্কের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ রাহুল গান্ধির - Narendra Modi

ফোগত পুরস্কার ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু দিল্লি পুলিশ তাঁকে বাধা দেয়। এরপর প্রতিবাদ প্রদর্শনের জন্য তিনি রাজধানীর কর্তব্য পথে তাঁর পুরস্কারগুলি রেখে আসেন ৷ তারকা কুস্তিগীর বজরং পুনিয়ার পাশাপাশি ভিনেশ ফোগতও ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান হিসাবে সঞ্জয় সিংয়ের নিয়োগের বিরোধিতা করেছিলেন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 9:11 PM IST

হায়দরাবাদ, 31 ডিসেম্বর:ভারতের রেসলিং ফেডারেশন (ডব্লিউএফআই) প্যানেলের নিয়োগকে ঘিরে বিতর্কের বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বতন টুইটার) রবিবার একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ভিনেশ ফোগত জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার একদিন পরে রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দেওয়ার সময় কুস্তিগীরের একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, "দেশের প্রতিটি কন্যার জন্য, আত্মসম্মান সবার আগে আসে ৷ অন্য কোনও পদক বা সম্মান তারপর আসে। আজ একজন 'ঘোষিত বাহুবলী' থেকে প্রাপ্ত 'রাজনৈতিক লাভ'-এর মূল্য আরও বেশি হয়ে গিয়েছে, এই সাহসী কন্যাদের কান্নার চেয়ে ?"

বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ভিনেশ ফোগত সম্প্রতি কেন্দ্রের খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিতে, এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী কুস্তিগীর জানিয়েছেন, তিনি সরকারকে খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফোগত মতামত দিয়েছিলেন, এই জাতীয় সম্মান এমন পরিস্থিতিতে অর্থহীন হয়ে পড়েছে যেখানে দেশের কুস্তিগীররা ন্যায়বিচার পাওয়ার জন্য কঠোর সংগ্রাম করছেন।

ফোগত পুরস্কার ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু দিল্লি পুলিশ তাঁকে বাধা দেয়। এরপর প্রতিবাদ প্রদর্শনের জন্য, তিনি রাজধানীর কার্তব্য পথে তাঁর পুরস্কারগুলি রেখে দেন ৷ পরে অবশ্য দিল্লি পুলিশ তা ফের তুলে নিয়েছিল। তারকা কুস্তিগীর বজরং পুনিয়ার পাশাপাশি ভিনেশ ফোগতও ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান হিসাবে সঞ্জয় সিংয়ের নিয়োগের বিরোধিতা করেছিলেন ৷ কারণ হিসাবে তাদের ব্যাখ্য়া তিনি পূর্বতন সভাপতি ব্রিজভূষণ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী ৷ যাঁর বিরুদ্ধে তারা মহিলাদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে ৷ ক্রীড়ামন্ত্রক ডব্লুএফআইয়ের নয়া কমিটি অবশ্য বাতিল করে দিয়েছে ৷ জুনিয়র চ্যাম্পিয়নশিপ ঘোষণা করে নয়া কমিটি আচরণবিধি লঙ্ঘন করেছিল বলে অভিযোগ ৷ পরে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন স্থগিত সংস্থাটির প্রতিদিনের বিষয়গুলি তদারকি করার জন্য একটি অ্যাড-হক কমিটিও গঠন করেছে।

আরও পড়ুন:

  1. 22 তারিখ সোশাল মিডিয়ায় হ্যাশট্যাগ 'রামভজন'! মন কি বাতে বার্তা মোদির
  2. ভারত থেকে কাশ্মীরকে পৃথক করার চেষ্টা! নিষিদ্ধ গিলানির তেহরিক-ই-হুরিয়াত
  3. 2 দিনের প্রবাস সফরে বঙ্গে এসে একেবারে আটপৌরে সংঘপ্রধান; কোথায় গেলেন, কী খেলেন ?

ABOUT THE AUTHOR

...view details