হায়দরাবাদ, 31 ডিসেম্বর:ভারতের রেসলিং ফেডারেশন (ডব্লিউএফআই) প্যানেলের নিয়োগকে ঘিরে বিতর্কের বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বতন টুইটার) রবিবার একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ভিনেশ ফোগত জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার একদিন পরে রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দেওয়ার সময় কুস্তিগীরের একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, "দেশের প্রতিটি কন্যার জন্য, আত্মসম্মান সবার আগে আসে ৷ অন্য কোনও পদক বা সম্মান তারপর আসে। আজ একজন 'ঘোষিত বাহুবলী' থেকে প্রাপ্ত 'রাজনৈতিক লাভ'-এর মূল্য আরও বেশি হয়ে গিয়েছে, এই সাহসী কন্যাদের কান্নার চেয়ে ?"
বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ভিনেশ ফোগত সম্প্রতি কেন্দ্রের খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিতে, এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী কুস্তিগীর জানিয়েছেন, তিনি সরকারকে খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফোগত মতামত দিয়েছিলেন, এই জাতীয় সম্মান এমন পরিস্থিতিতে অর্থহীন হয়ে পড়েছে যেখানে দেশের কুস্তিগীররা ন্যায়বিচার পাওয়ার জন্য কঠোর সংগ্রাম করছেন।