পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: সরকারি বাসভবন খালি করার কাজ শুরু রাহুল গান্ধির

দু’বছরের কারাদণ্ড হওয়ায় সাংসদ পদ খারিজ হয়েছে কংগ্রেসের রাহুল গান্ধির ৷ সাংসদ পদ চলে যাওয়ায় তাঁকে সরকারি বাসভবন খালি করতে বলা হয় কেন্দ্রের তরফে ৷ শুক্রবার নয়াদিল্লিতে বাসভবন খালি করার কাজ শুরু করলেন রাহুল গান্ধি ৷ রাহুল এবার থাকতে পারেন মা সোনিয়া গান্ধির বাড়িতে ৷

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Apr 14, 2023, 7:27 PM IST

সরকারি বাসভবন খালি করার কাজ শুরু করলেন কংগ্রেসের রাহুল গান্ধি

নয়াদিল্লি, 14 এপ্রিল: সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ায় রাহুল গান্ধিকে সরকারি বাংলো ছাড়ার নোটিশ দিয়েছিল লোকসভার সচিবালয় ৷ শুক্রবার সেই বাংলো খালি করে দেওয়ার কাজ শুরু হল ৷ নয়াদিল্লির 12, তুঘলক লেনের ওই বাংলো থেকে রাহুল গান্ধির মালপত্র সরিয়ে নেওয়ার দৃশ্য চোখে পড়েছে ৷ দু’টি ট্রাক তাঁর সরকারি বাসভবন থেকে মালপত্র-সহ বেরিয়েছে ৷

কংগ্রেস সূত্রের খবর, আপাতত তিনি নয়াদিল্লির 10, জনপথে মা সোনিয়া গান্ধির সঙ্গে থাকবেন ৷ মালপত্র সেখানেই নিয়ে যাওয়া হয়েছে ৷ খুব শীঘ্রই রাহুলও সরকারি ঠিকানা ছেলে যাবেন ৷ যদিও তাঁকে আগামী 22 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে বাসভবন খালি করার জন্য ৷

প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনের প্রচারে কর্ণাটকে গিয়ে মোদি পদবি বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি ৷ এর পর তাঁর বিরুদ্ধে গুজরাতের সুরাত আদালতে ফৌজদারি মানহানির মামলা দায়ের হয় ৷ সেই মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি ৷ গত 23 মার্চ সেই মামলার রায় বের হয় ৷ আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদণ্ড দেয় ৷

দু’বছরের কারাদণ্ড হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে বাতিল হয় রাহুল গান্ধির সাংসদ পদ ৷ তাঁকে সাংসদ হিসেবে পাওয়া সরকারি বাংলোও ছাড়তে নির্দেশ দেওয়া হয় ৷ সেই নির্দেশ মেনেই শুক্রবার তিনি ওই বাংলো খালি করার কাজ শুরু করলেন ৷ যদিও আগামী 20 এপ্রিল সুরাতের সেশন কোর্টে রাহুলের শাস্তি নিয়ে রায় দেওয়া হবে ৷ সেদিনই জানা যাবে যে রাহুলের শাস্তির উপর স্থগিতাদেশ দেওয়া হবে কি না !

আর তিনি যদি স্থগিতাদেশ পেয়ে যান, সেক্ষেত্রে তাঁর সাংসদ পদও ফিরে আসবে ৷ আর সরকারি বাংলো ব্যবহারের অনুমতিও পেয়ে যেতেন ৷ তার পরও কেন অপেক্ষা করলেন না রাহুল ? রাজনৈতিক মহল বলছে, এই নিয়ে কংগ্রেস বিজেপি বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে আগেই ৷ অন্যদিকে রাহুল গান্ধি দাবি করেছেন, তিনি আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হওয়ায় তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে ৷ এখন বাংলো ছেড়ে দিয়ে সেই আক্রমণ আরও বৃদ্ধি করতে চাইছেন এই কংগ্রেস নেতা ৷

আরও পড়ুন:রাহুলের সাজায় স্থগিতাদেশ নিয়ে আগামী 20 এপ্রিল নির্দেশ, জানাল সুরাতের আদালত

ABOUT THE AUTHOR

...view details