বুন্দি (রাজস্থান), 11 ডিসেম্বর:রাজস্থানের বুন্দি জেলার বলদেবপুরা থেকে রবিবার সকালে ফের ভারত জোড়া যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ হিমাচল প্রদেশে তাঁর দলের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে (Oath taking ceremony in Himachal Pradesh) যোগদানের জন্য শিমলায় পৌঁছেছেন তিনি ৷ তবে তার আগে যাত্রার জন্য 13 কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি ।
রাহুল গান্ধি আজ সন্ধ্যায় জেলার বাকি 9 কিলোমিটার পথ হাঁটবেন ৷ এআইসিসি সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এ কথা জানিয়েছেন ৷ তিনি টুইটে লিখেছেন, "ভারত জোড়ো যাত্রার 95তম দিবস 6 টায় শুরু হয়েছে । আজ সকালে 13 কিলোমিটার রাস্তা হাঁটার পরে রাহুল গান্ধি হিমাচলের উদ্দেশে রওনা হবেন । সেখানে কংগ্রেস সভাপতি খড়গের সঙ্গে নতুন কংগ্রেস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন রাহুল ৷ তিনি সন্ধ্যায় ফিরে আসবেন বাকি 9 কিলোমিটার পদযাত্রার জন্য ৷"
চার বারের বিধায়ক এবং কংগ্রেসের রাজ্য নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ৷ আর মুকেশ অগ্নিহোত্রী হবেন তাঁর ডেপুটি । শপথগ্রহণ অনুষ্ঠানে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি-সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন ।