পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: রাজস্থানে ফের শুরু ভারত জোড়ো যাত্রা, 13 কিমি হেঁটে হিমাচলের শপথ গ্রহণে হাজির রাহুল - রাহুল গান্ধি

রবিবার রাজস্থানে ফের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ 13 কিমি অতিক্রম করার পর আজ হিমাচলে শপথ গ্রহণ অনুষ্ঠানে (Oath taking ceremony in Himachal Pradesh) যোগ দেন তিনি ৷

Rahul Gandhi starts Bharat Jodo Yatra, to take break to attend oath taking ceremony in Himachal Pradesh
রাজস্থানে ফের শুরু ভারত জোড়ো যাত্রা, 13 কিমি হেঁটে হিমাচলে শপথ গ্রহণে যাবেন রাহুল

By

Published : Dec 11, 2022, 12:43 PM IST

Updated : Dec 11, 2022, 1:08 PM IST

বুন্দি (রাজস্থান), 11 ডিসেম্বর:রাজস্থানের বুন্দি জেলার বলদেবপুরা থেকে রবিবার সকালে ফের ভারত জোড়া যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ হিমাচল প্রদেশে তাঁর দলের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে (Oath taking ceremony in Himachal Pradesh) যোগদানের জন্য শিমলায় পৌঁছেছেন তিনি ৷ তবে তার আগে যাত্রার জন্য 13 কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি ।

রাহুল গান্ধি আজ সন্ধ্যায় জেলার বাকি 9 কিলোমিটার পথ হাঁটবেন ৷ এআইসিসি সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এ কথা জানিয়েছেন ৷ তিনি টুইটে লিখেছেন, "ভারত জোড়ো যাত্রার 95তম দিবস 6 টায় শুরু হয়েছে । আজ সকালে 13 কিলোমিটার রাস্তা হাঁটার পরে রাহুল গান্ধি হিমাচলের উদ্দেশে রওনা হবেন । সেখানে কংগ্রেস সভাপতি খড়গের সঙ্গে নতুন কংগ্রেস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন রাহুল ৷ তিনি সন্ধ্যায় ফিরে আসবেন বাকি 9 কিলোমিটার পদযাত্রার জন্য ৷"

চার বারের বিধায়ক এবং কংগ্রেসের রাজ্য নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ৷ আর মুকেশ অগ্নিহোত্রী হবেন তাঁর ডেপুটি । শপথগ্রহণ অনুষ্ঠানে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি-সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন ।

আরও পড়ুন:হিমাচলের পরবর্তী মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, শপথ রবিবার

রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা 5 ডিসেম্বর মধ্যপ্রদেশ থেকে রাজস্থানে প্রবেশ করে । বুন্দিতে পৌঁছনোর আগে এটি ঝালওয়ার এবং কোটা জেলা অতিক্রম করেছে ৷ এরপর এই পদযাত্রা সওয়াই মাধোপুর, দৌসা এবং আলওয়ার জেলায় যাবে । রাজস্থান হল একমাত্র কংগ্রেস শাসিত রাজ্য যেখানে রাহুলের নেতৃত্বে পদযাত্রা প্রবেশ করেছে ৷ 21 ডিসেম্বর হরিয়ানায় প্রবেশের আগে 17 দিন ধরে প্রায় 500 কিলোমিটার অতিক্রম করবে ভারত জোড়ো যাত্রা ৷

এই পদযাত্রা 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল এবং এ পর্যন্ত তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানা - এই পাঁচটি দক্ষিণী রাজ্য অতিক্রম করেছে এই পদযাত্রা ৷ এরপর মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মধ্য দিয়ে এটি গিয়েছে । 2023 সালের ফেব্রুয়ারির শুরুতে জম্মু ও কাশ্মীরে শেষ ভারত জোড়ো যাত্রা ৷ 150 দিনে 3,570 কিলোমিটার পথ অতিক্রম করা হবে ৷

Last Updated : Dec 11, 2022, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details