নয়াদিল্লি, 9 জুলাই : রান্নার গ্যাস (LPG) ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি (Fuel Price Hike) নিয়ে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সমালোচনায় সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ তাঁর দাবি, মোদি সরকার এই ধরনের মূল্যবৃদ্ধি করে ‘গব্বর ট্যাক্স লুট’ করছে ৷ আর এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা পড়ছে ৷
রাহুলের দাবি, এই বাধা তৈরি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ তাছাড়া বেকারত্বের সুনামিতেও অতিষ্ঠ দেশবাসী ৷ তাই এটা বন্ধ হওয়া উচিত ৷ শনিবার টুইট করে এই আক্রমণ করেছেন তিনি ৷ জানিয়েছেন, এই কথাগুলি আসলে সাধারণ মানুষ মোদি সরকারকে (Modi Government) বলছে ৷