নয়াদিল্লি, 25 মার্চ: বাজেট অধিবেশনের প্রথম ভাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও শিল্পপতি গৌতম আদানি (Guatam Adani) দীর্ঘদিনের সম্পর্কের রহস্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এই নিয়ে দ্বিতীয়বার তিনি কিছু বলতে চেয়েছিলেন লোকসভায় ৷ আর সেই কারণেই ভয় পেয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ শনিবার এমনই দাবি করেছেন কংগ্রেসের (Congress) এই নেতা ৷ তাঁর অভিযোগ, সেই জন্য প্রথমে পুরো ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা করেছে বিজেপি ৷ তার পর তাঁর সাংসদ পদ খারিজ করা হয়েছে ৷
এদিন নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি ৷ সেখানে তিনি মোদি ও আদানিকেই নিশানা করেন (Rahul Gandhi Slams Modi-Adani) ৷ আদানি গোষ্ঠীতে 20 হাজার কোটি টাকার বিনিয়োগ কীভাবে এল, সেই প্রশ্ন তুলেছেন ৷ কে টাকা দিল, তার উত্তর চেয়েছেন ৷ আর এই প্রশ্নের উত্তর তিনি না পাওয়া পর্যন্ত বারবার চাইবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৷ সাংসদ পদ খারিজ করে বা জেলে পাঠিয়ে তাঁর কণ্ঠরোধ করা যাবে না বলেও জানিয়েছেন রাহুল ৷
যদিও মোদি পদবি নিয়ে একটি ফৌজদারি মানহানির মামলার (Criminal Defamation Case) প্রেক্ষিতে রাহুলকে দোষী সাব্যস্ত করেছে সুরাতের আদালত (Surat Court) ৷ তাঁকে দু’বছরের কারাদণ্ড দিয়েছে৷ তাই 1951 সালের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে (Rahul Gandhi Disqualification as MP) ৷ এই নিয়ে কী উচ্চ আদালতে মামলা করবেন রাহুল ? সাংসদ পদ ফেরাতে কী পদক্ষেপ করবেন ? এদিনের সাংবাদিক বৈঠকে এই বিষয়টিও উঠে আসে ৷ রাহুল যদিও আইনি কোনও বিষয় নিয়ে মন্তব্য করতে চাননি ৷ বরং তিনি জানিয়েছেন যে সংসদের ভিতরেও তিনি যেকথাগুলি বলতেন, সংসদের বাইরে থেকেও তিনি একই কথা বলবেন ৷