মুম্বই, 31 অগস্ট: আদানি ইস্যুতে ফের কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ প্রশ্ন তুললেন, আদানির বিরুদ্ধে একের পর দুর্নীতির অভিযোগ উঠলেও কেন প্রধানমন্ত্রী নীরব হয়ে রয়েছেন ? একটি সংবাদ প্রতিবেদনে গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবিও তুললেন তিনি ৷ বৃহস্পতিবার মুম্বইয়ে সাংবাদিক বৈঠক করেন রাহুল ৷ সেখানেই তিনি এই দাবি তোলেন ৷
একটি সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে, মরিশাসের একটি সংস্থার কয়েকশো মিলিয়ন বিনিয়োগ করেছে আদানি পরিবারের সহযোগীরা ৷ গোপনে এই বিনিয়োগ হয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে ৷ সেই নিয়েই রাহুল এ দিন তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷
রাহুল গান্ধি বলেন, “এগুলো কোনও সাধারণ সংবাদপত্র নয় । এই সংবাদপত্রগুলি ভারতে বিনিয়োগ এবং বাকি বিশ্বের ভারতের ভাবমূর্তিকে তুলে ধরে । তারা বলছে, ভারত থেকে এক বিলিয়ন ডলারের বেশি টাকা চলে গিয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার পর আবার ভারতে ফিরে এসেছে ।’’
তিনি আরও বলেন, “প্রথম প্রশ্ন হল: এটা কার টাকা ? এটা কি আদানির নাকি অন্য কারো ? এর পিছনে মাস্টারমাইন্ড হলেন বিনোদ আদানি নামে একজন ভদ্রলোক, যিনি গৌতম আদানির ভাই । এই টাকা পাচারের সঙ্গে জড়িত আরও দুই ব্যক্তি । একজন নাসির আলি শাবান আহলি নামে একজন ভদ্রলোক এবং আরেকজন চ্যাং চুং লিং নামে একজন চিনা ভদ্রলোক ।’’ রাহুলের দ্বিতীয় প্রশ্ন হল, ‘‘কেন এই দুই বিদেশী নাগরিককে প্রায় সমস্ত ভারতীয় পরিকাঠামো নিয়ন্ত্রণকারী সংস্থাগুলির একটির মূল্যায়ন নিয়ে খেলতে দেওয়া হচ্ছে ?’’