পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi Slams PM Modi: দুর্নীতির চক্রে জড়িয়ে প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি, অভিযোগ রাহুলের

Rahul Gandhi Slams PM Modi on Adani Issue: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা নয়া অভিযোগ নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ আবারও তিনি এই নিয়ে যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবি জানিয়েছেন ৷

Rahul Gandhi
Rahul Gandhi

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 8:07 PM IST

মুম্বই, 1 সেপ্টেম্বর: দুর্নীতি ইস্য়ুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ শুক্রবার তিনি অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী ও বিজেপি একটি দুর্নীতির চক্রের সঙ্গে জড়িয়ে ৷ পাশাপাশি আদানি ইস্যুতে তিনি আবারও তদন্তের দাবি তুলেছেন ৷

রাহুল গান্ধি বলেন, "প্রধানমন্ত্রী ও একজন ব্যবসায়ীর মধ্যে সম্পর্ক প্রতিটি ব্যক্তির দেখা উচিত । আমি গতকাল আমার প্রেস কনফারেন্সে উল্লেখ করেছি যে জি20 আসছে এবং ভারতের বিশ্বাসযোগ্যতা, আমাদের দেশের বিশ্বাসযোগ্যতার জন্য প্রধানমন্ত্রী তাঁর অবস্থান পরিষ্কার করুন ৷ আর আদানি সম্পর্কে যা ঘটেছে, তা নিয়ে কি তিনি তদন্ত শুরু করুন ।’’

তাঁর দাবি, প্রধানমন্ত্রী ও বিজেপি একটি দুর্নীতির চক্রের সঙ্গে জড়িত৷ এই বিষয়টি সকলের সামনে তুলে ধরবে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট ৷ আর তা প্রমাণও করে দেখাবে ৷ তাঁর আরও অভিযোগ, মোদি সরকার গরিবদের থেকে টাকা নিয়ে কয়েকজনের হাতে তা তুলে দিয়েছে ৷ আদানি ইস্যুতে বৃহস্পতিবারও প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করেছিলেন রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী কেন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলি নিয়ে নীরব, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি ৷ এই নিয়ে তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিও তুলেছিলেন ৷

উল্লেখ্য, শিল্পপতি গৌতম আদানির গোষ্ঠীর বিরুদ্ধে বৃহস্পতিবার নতুন একটি অভিযোগ উঠেছে ৷ সেই অভিযোগ অনুযায়ী, 2013 থেকে 2018 সাল পর্যন্ত গ্রুপ স্টকগুলিতে দুর্দান্ত বৃদ্ধির জন্য মরিশাসের একটি বিনিয়োগ তহবিলের মাধ্যমে অস্বচ্ছ উপায়ে গোপনে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারিবারিক সহযোগীদের ব্যবহার করেছিল আদানি গোষ্ঠী । যদিও আদানি গোষ্ঠী এই অভিযোগ খারিজ করে দেয় ৷

আরও পড়ুন:আদানিদের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ সত্ত্বেও মোদি কেন নীরব, প্রশ্ন তুললেন রাহুল

কিন্তু এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ মোদি সরকারের দৌলতেই আদানি গোষ্ঠী দুর্নীতি করেছে বলে বিরোধীদের অভিযোগ ৷ বৃহস্পতিবার রাহুল একদফা সরব হয়েছিলেন ৷ শুক্রবার আরও একদফা সরব হলেন তিনি ৷ আবারও মোদির বিরুদ্ধে আদানি ইস্যুতে নীরব থাকার অভিযোগ করলেন ৷ পাশাপাশি তাঁর দাবি, দেশের ভাবমূর্তি বজায় রাখতে জি20 শীর্ষ সম্মেলনের আগে এই নিয়ে তদন্তের বিষয়টি প্রধানমন্ত্রীর স্পষ্ট করা উচিত ৷

রাহুল এ দিন আবার সেবির বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তাঁর বক্তব্য, সেবি আদানিকে ক্লিনচিট দেওয়ার পরও কীভাবে এই অভিযোগ ওঠে ৷ সেবির তদন্তেই গলদ ছিল বলে রাহুল কার্যত আঙুল তুলেছেন ৷ আর মোদির জন্যই আদানিদের বিরুদ্ধে সঠিক তদন্ত হচ্ছে না বলেই অভিযোগ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷

আরও পড়ুন:‘ইন্ডিয়া’ জোটের দলগুলি এক হলে বিজেপির জয় অসম্ভব, দাবি রাহুল গান্ধির

উল্লেখ্য, এর আগে হিন্ডেনবার্গ রিসার্চ আদানিদের বিরুদ্ধে শেয়ার মার্কেটে জালিয়াতি করার অভিযোগ তোলে ৷ সেই সময় ওই সংস্থার শেয়ারের দামে ব্যাপক পতন হয়েছিল ৷ তখন বিরোধীরা এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল ৷ তদন্তের দাবি তুলেছিল ৷ পুরো বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে ৷ তার মধ্যে নতুন অভিযোগ সামনে আসায়, ফের হইচই শুরু করেছে বিরোধীরা ৷

সংবাদসংস্থা - এএনআই

ABOUT THE AUTHOR

...view details