নয়াদিল্লি, 11 অগস্ট: মণিপুর জ্বলছে, আর সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হেসে 'জোকস' বলছেন ৷ এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ একই সঙ্গে, মণিপুরে যে ঘটনা ঘটেছে বা ঘটছে তা তাঁর 19 বছরের রাজনীতিতে দেখেননি বা শোনেননি বলেও দাবি করেন রাহুল গান্ধি ৷ শুক্রবার রাহুল বলেন, "বিষয় কংগ্রেস বা আমি ছিলাম না ৷ বিষয় ছিল মণিপুর ৷ কিন্তু তাঁর দুই ঘণ্টা 13 মিনিটের বক্তব্যে মাত্র দুই মিনিট মণিপুর নিয়ে বলেছেন ৷ সংসদে প্রধানমন্ত্রীর আচরণ লজ্জাজনক ৷ ভারতের প্রধানমন্ত্রীর এটা শোভা পায় না ৷"
বৃহস্পতিবারই অনাস্থা প্রস্তাবের উপর সংসদে জবাবি ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেদিনও অবশ্য মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবিতে লোকসভায় হট্টগোলের পর ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা ৷ তারপর অবশ্য মণিপুর নিয়ে সংসদে নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ৷ আর প্রধানমন্ত্রীর সেই আচরণ নিয়েই শনিবার প্রশ্ন তোলেন রাহুল গান্ধি ৷ এদিন কংগ্রেস সাংসদ বলেন, "মণিপুরে কয়েকমাস ধরে আগুন জ্বলছে ৷ মণিপুর জ্বলছে আর প্রধানমন্ত্রী হেসে হেসে সংসদে কথা বলছেন ৷ মণিপুর নিয়ে মজা করা ঠিক নয় ৷ গতকাল যেভাবে সংসদে প্রধানমন্ত্রী হেসে হেসে কথা বলেছেন তা দেখে আমি বিস্মিত ৷ দেশের প্রধানমন্ত্রী এমন আচরণ কীভাবে করলেন সংসদে ?"