পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul on Agnipath : যুবসমাজের স্বপ্নভঙ্গ বিজেপি'র, অগ্নিপথ নিয়ে তোপ রাহুলের

অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme) ঘোষণা করার পর থেকে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ৷ বিজেপি বিরোধী দলগুলি এই নিয়ে তোপ দেগেছে ৷ বৃহস্পতিবার রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ফের এই নিয়ে মোদি সরকারের (Modi Government) সমালোচনায় সরব হলেন ৷

rahul-gandhi-slams-modi-government-on-agnipath-issue
Rahul on Agnipath : যুবসমাজের স্বপ্নভঙ্গ বিজেপির, অগ্নিপথ নিয়ে তোপ রাহুলের

By

Published : Jun 23, 2022, 7:33 PM IST

নয়াদিল্লি, 23 জুন : অগ্নিপথ ইস্যুতে (Agnipath Scheme) ফের কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প যুবদের স্বপ্নভঙ্গ করে দিয়েছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন তিনি ৷ একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) উদ্দেশ্যেও ৷ তাঁর হুঁশিয়ারি, যুবসমাজের চোখের জল থেকে যে ‘ঝড়’ উঠবে, তা প্রধানমন্ত্রীর ক্ষমতার দম্ভকে চূর্ণ করে দেবে ৷

এদিন টুইটারে এই নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেই ভিডিয়োতে এক যুবককে সেনায় সুযোগ না-পেয়ে কাঁদতে দেখা গিয়েছে ৷ তার প্রেক্ষিতেই রাহুল মোদি সরকারকে টুইটারে আক্রমণ করেছেন ৷ পাশাপাশি পরিসংখ্যান তুলে ধরেছেন 2018 থেকে সেনায় নিয়োগ নিয়ে রাহুলের দেওয়া তথ্য অনুযায়ী, 2018-19 অর্থবর্ষে 53,431 জন ও 2019-20 অর্থ 80,572 জনকে সেনায় নিয়োগ করা হয়েছিল ৷ কিন্তু পরবর্তী দু‘টি অর্থবর্ষে সেনায় কোনও নিয়োগ হয়নি ৷

গতকাল, বুধবার কংগ্রেসের বিধায়ক ও সাংসদদের একটি সমাবেশে ভাষণ দিয়েছিলেন রাহুল গান্ধি ৷ তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) জেরা করার সময় কংগ্রেসের তরফে দেশজুড়ে যে আন্দোলন হয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ওই সমাবেশ গতকাল নয়াদিল্লিতে করা হয় ৷ কংগ্রেসের সদর দফতরে হওয়া ওই সমাবেশ থেকেও রাহুল অগ্নিপথ প্রকল্প নিয়ে তোপ দেগেছিলেন মোদি সরকারের বিরুদ্ধে ৷

তাঁর দাবি, মোদি সরকার যে কৃষি আইন নিয়ে পিছু হটেছিল, ঠিক সেইভাবে সেনায় নিয়োগের এই প্রকল্প নিয়ে পিছিয়ে যাবে ৷

আরও পড়ুন :Agnipath Scheme: কৃষি আইনের মতোই অগ্নিপথ প্রকল্পও বাতিল করুন, মোদিকে বার্তা রাহুলের

ABOUT THE AUTHOR

...view details