পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: বিল পাশের পরও মহিলাদের জন্য আসন সংরক্ষণে মোদি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল - কংগ্রেস

Rahul Gandhi slams Modi Government: লোকসভা ও রাজ্যসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ হয়েছে ৷ এই নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি এই বিল কার্যকর করা নিয়ে মোদি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷

Rahul Gandhi/ PHOTO - PTI X HANDLE
Rahul Gandhi/ PHOTO - PTI X HANDLE

By PTI

Published : Sep 22, 2023, 1:01 PM IST

Updated : Sep 22, 2023, 1:21 PM IST

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: আইনসভায় মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত বিল কার্যকর করা নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ শুক্রবার তিনি বলেন, ‘‘মহিলা সংরক্ষণ বিল এখন কার্যকর করা যেতে পারে ৷ কিন্তু সরকার তা করতে চায় না ৷’’

এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এই বিল নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি ৷ সেখানেই তিনি এই কথা বলেছেন ৷ এই বিলকে তিনি ‘ভালো’ও বলেছেন ৷ একই সঙ্গে উল্লেখ করেছেন, ‘‘...কিন্তু জনগণনা ও ডিলিমিটেশনের দু’টি 'ফুটনোট' সংযুক্ত রয়েছে ৷’’ তাই এই বিল কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় সরকার যে দেরি করছে, তার সমালোচনা করেছেন রাহুল ৷

এই বিল পাশ হলেও কার্যকর হতে অনেক দেরি হয়ে যাবে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, "সমস্যাটি বাস্তবায়নের । তারা যা বলেছে, তা হল 'আমরা একটি (মহিলা সংরক্ষণ) বিল সংসদে রাখছি ৷ তবে আমরা 10 বছর পরে এটি কার্যকর করব' । এর অর্থ কী ?’’ মোদি সরকারের প্রতি তাঁর হুঁশিয়ারি, ‘‘ভারতের মহিলাদের বুদ্ধিমত্তাকে অপমান করবেন না ৷ "

আরও পড়ুন:কুলি নম্বর ওয়ান! রাজধানীর রাস্তায় মাথায় সুটকেস ও লাল পোশাকে ধরা দিলেন রাহুল

তাই কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জনগণনা ও ডিলিমিটেশনের বিষয় দু’টি এই বিল থেকে সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন ৷ আর অবিলম্বে মহিলাদের এই আসন সংরক্ষণের আওতায় আনার কথা বলেছেন ৷ একই সঙ্গে তাঁর আরও দাবি, ইউপিএ আমলে যে জাতিভিত্তিক গণনা হয়েছিল, সেই গণনার সমস্ত তথ্য সামনে আনুক কেন্দ্রীয় সরকার ৷

সেই কারণে তাঁর দাবি, জাতিভিত্তিক গণনা থেকে নজর সরাতেই কেন্দ্রীয় সরকার এই বিল এনেছে ৷ তিনি ওবিসি ইস্যুতেও সরব হয়েছেন ৷ ওবিসিদের গণনা করতে মোদি সরকার চায় না বলেও অভিযোগ করেছেন ৷

রাহুল গান্ধি বলেন, "তারা (সরকার) ওবিসিদের আদমশুমারি থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে । প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ওবিসিদের জন্য অনেক কাজ করছেন । যদি তা হয়, তাহলে 90 জন আমলাদের মধ্যে ওবিসি সম্প্রদায়ের মাত্র তিনজন কেন ?"

আরও পড়ুন:তেলেঙ্গানাবাসীকে 6 প্রতিশ্রুতি সোনিয়ার, কেসিআরকে বিঁধলেন রাহুল

Last Updated : Sep 22, 2023, 1:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details