পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভ্যাকসিনেশন ও করোনা সংক্রমণ নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাহুল গান্ধি - প্রধানমন্ত্রী

ভ্যাকসিনেশন ও করোনার সংক্রমণ নিয়ে কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধি ৷ যেখানে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ পরিণতির জন্য প্রধানমন্ত্রীকেই দায়ী করেছেন তিনি ৷

rahul-gandhi-slams-centre-over-second-wave-of-covid-19
ভ্যাকসিনেশন ও করোনা সংক্রমণ নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাহুল গান্ধি

By

Published : May 28, 2021, 4:09 PM IST

নয়াদিল্লি, 28 মে : করোনা সংক্রমণ এবং তার ভ্যাকসিনেশন নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি ৷ যেখানে ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রের নীতি দুর্বল বলে অভিযোগ করেছেন তিনি ৷ সেই সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে বিশেষজ্ঞরা যে সতর্কবার্তা দিয়েছিলেন, কেন্দ্র তা উপেক্ষা করেছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধি ৷ এমনকি বিরোধী দলগুলিও কেন্দ্রকে এ নিয়ে সতর্ক করেছিল বলে এ দিন জানিয়েছেন কংগ্রেস নেতা ৷

এ নিয়ে রাহুল গান্ধি বলেন, ‘‘করোনা সংক্রমণ নিয়ে ভারত সরকারকে আমরা বহুবার সতর্ক করেছিলাম ৷ কিন্তু, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী মোদি ভারতের করোনার বিরুদ্ধে জয় ঘোষণা করেছিলেন ৷ এটি একটি বিবর্তিত রোগ ৷ লকডাউন এবং মাস্ক পড়ে থাকাটা এর একটা সাময়িক সমাধান ৷ কিন্তু, ভ্যাকসিনেশন এর স্থায়ী সমাধান’’ ৷

আরও পড়ুন : ‘‘সত্য বরাবর নির্ভীক’’! কোভিড টুলকিট নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ নিয়ে বিঁধেছেন রাহুল ৷ অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর ‘নাটকে’র জন্য করোনার এই ভয়াবহ দ্বিতীয় ঢেউ এসেছে ৷ সেই সঙ্গে ভারতে করোনায় মৃত্যুর পরিসংখ্যান নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন কংগ্রেস নেতা ৷ অভিযোগ করেছেন মৃত্যুর আসল পরিসংখ্যান কেন্দ্র প্রকাশ করেনি ৷ সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে করোনার ভ্যাকসিনেশন নামমাত্র হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর মতে, ভারতের জনসংখ্যার মাত্র 3 শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন ৷ বাকি 97 শতাংশ মানুষকে সংক্রমিত হওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details