নয়াদিল্লি, 28 মে : করোনা সংক্রমণ এবং তার ভ্যাকসিনেশন নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি ৷ যেখানে ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রের নীতি দুর্বল বলে অভিযোগ করেছেন তিনি ৷ সেই সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে বিশেষজ্ঞরা যে সতর্কবার্তা দিয়েছিলেন, কেন্দ্র তা উপেক্ষা করেছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধি ৷ এমনকি বিরোধী দলগুলিও কেন্দ্রকে এ নিয়ে সতর্ক করেছিল বলে এ দিন জানিয়েছেন কংগ্রেস নেতা ৷
এ নিয়ে রাহুল গান্ধি বলেন, ‘‘করোনা সংক্রমণ নিয়ে ভারত সরকারকে আমরা বহুবার সতর্ক করেছিলাম ৷ কিন্তু, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী মোদি ভারতের করোনার বিরুদ্ধে জয় ঘোষণা করেছিলেন ৷ এটি একটি বিবর্তিত রোগ ৷ লকডাউন এবং মাস্ক পড়ে থাকাটা এর একটা সাময়িক সমাধান ৷ কিন্তু, ভ্যাকসিনেশন এর স্থায়ী সমাধান’’ ৷