নয়াদিল্লি, 23 এপ্রিল : অক্সিজেন ও আইসিইউ শয্যার অভাবে মৃত্যু হচ্ছে করোনা রোগীদের ৷ ভারতের সরকারকে এর দায় নিতে হবে, টুইট করলেন রাহুল গান্ধি ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে 2 হাজার 263 জনের ৷ এই পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরেই এদিন টুইট করেন কংগ্রেস নেতা ৷
এদিন রাহুল গান্ধি টুইট করেন, "করোনার ফলে রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় ৷ কিন্তু এত মৃত্যুর কারণ হাসপাতালে অক্সিজেনের ও আইসিইউ শয্যার অভাব ৷" মোদি সরকারকে রাহুলের খোঁচা, "দেশের সরকারকে এর দায় নিতে হবে ৷"