নয়াদিল্লি, 18 জুন: দেশের কর্মসংস্থান নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে খড়্গহস্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মসংস্থান সৃষ্টি করার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ৷ তা তো হচ্ছেই না, উলটে চাকরি খোয়াচ্ছেন বহু কর্মী ৷ এ দিকে, ক্রমে বাড়ছে ঠিকা কর্মীর সংখ্যা ৷ এ ভাবে কেন্দ্র রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে কি না, সেই প্রশ্ন তোলেন রাহুল ৷ শ্লেষের সুরে তাঁর প্রশ্ন, "এটাই অমৃতকাল ?"
রবিবার সাতসকালে একটি দীর্ঘ টুইটে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধি ৷ সেখানে তিনি তুলে ধরেছেন কিছু পরিসংখ্যানও ৷ রাহুল লিখেছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভারতের গর্ব ছিল এবং কর্মসংস্থানের জন্য প্রত্যেক যুবকের স্বপ্ন ছিল । কিন্তু, সেগুলি আজ সরকারের অগ্রাধিকার নয় বলে দাবি করেন তিনি ৷
পাবলিক এনটারপ্রাইসেস সার্ভের রিপোর্ট তুলে ধরে রাহুল লিখেছেন, দেশের পিএসইউ-তে কর্মসংস্থান 2014 সালে 16.9 লক্ষ থেকে 2022 সালে মাত্র 14.6 লক্ষে নেমে এসেছে । তাঁর প্রশ্ন, একটি প্রগতিশীল দেশে চাকরি কি কমে যায় ? কোন কোন সংস্থা থেকে কতজন চাকরি হারিয়েছেন সেই তথ্য তুলে ধরে কংগ্রেসের প্রাক্তন সভাপতি লেখেন, বিএসএনএল-এ 1,81,127 জন চাকরি হারিয়েছেন ৷ সেইলে চাকরি হারিয়েছেন 61,928 জন ৷ এমটিএনএল-এ 34,997 জন, এসইসিএল-এ 29,140 জন, এফসিআই-তে 28,063 জন ও ওএনজিসি-তে 21,120 জন চাকরি হারিয়েছেন ৷ রাহুলের দাবি, "প্রতি বছর 2 কোটি চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চাকরি বাড়ানোর পরিবর্তে 2 লাখেরও বেশি কর্মীকে চাকরিচ্যুত করেছে সরকার ৷