নয়াদিল্লি, 16 জুন: সেনা বাহিনীতে নিয়োগে কেন্দ্রের 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে দেশে ৷ বিহারে 'অগ্নিপথ' বিরোধী বিক্ষোভ অগ্নিগর্ভ আকার ধারণ করেছে বৃহস্পতিবার ৷ এবার বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi slams centre on the issue of Agnipath scheme) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বৃহস্পতিবার এক টুইট বার্তায় রাহুল লেখেন,"কর্মহীন যুবদের অগ্নিপরীক্ষা নেবেন না" ৷
এদিন টুইটে রাহুল গান্ধি লিখেছেন, "না কোনও পদ, না কোনও পেনশন ৷ 2 বছরে সরাসরি কোনও নিয়োগ নেই ৷ 4 বছর পরও নিশ্চিত কোনও ভবিষ্যৎ নেই ৷ না সেনার প্রতি সরকারের কোনও সম্মান ৷ দেশের বেকার যুব সম্প্রদায়ের আওয়াজ শুনুন, অগ্নিপথে চালিত করে তাঁদের ধৈর্যের পরীক্ষা নেবেন না প্রধানমন্ত্রী জি ৷" বিষয়টি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিও ৷ কেন্দ্র সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন, যুব সম্প্রদায়ের স্বপ্ন এভাবে ধ্বংস না করতে ৷