পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul on Agnipath Scheme : 'কর্মহীন যুবদের অগ্নিপরীক্ষা নেবেন না', অগ্নিপথ ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন রাহুল - অগ্নিপথের বিরুদ্ধে রাহুল

সেনায় নিয়োগের ক্ষেত্রে মঙ্গলবার 'অগ্নিপথ' প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র ৷ যেখানে বলা হয়েছে 4 বছরের জন্য সেনায় নিয়োগ করা হবে ৷ যাঁরা নিয়োগ হবেন তাঁদের মধ্যে সর্বোচ্চ মাত্র 25 শতাংশ পরবর্তীতে সেনায় থেকে যেতে পারবেন ৷ বাকিদের অবসর নিতে হবে (Agnipath Recruitment Scheme) ৷

Agnipath protest row
কেন্দ্রের অগ্নিপথ বিতর্ক

By

Published : Jun 16, 2022, 7:31 PM IST

নয়াদিল্লি, 16 জুন: সেনা বাহিনীতে নিয়োগে কেন্দ্রের 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে দেশে ৷ বিহারে 'অগ্নিপথ' বিরোধী বিক্ষোভ অগ্নিগর্ভ আকার ধারণ করেছে বৃহস্পতিবার ৷ এবার বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi slams centre on the issue of Agnipath scheme) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বৃহস্পতিবার এক টুইট বার্তায় রাহুল লেখেন,"কর্মহীন যুবদের অগ্নিপরীক্ষা নেবেন না" ৷

এদিন টুইটে রাহুল গান্ধি লিখেছেন, "না কোনও পদ, না কোনও পেনশন ৷ 2 বছরে সরাসরি কোনও নিয়োগ নেই ৷ 4 বছর পরও নিশ্চিত কোনও ভবিষ্যৎ নেই ৷ না সেনার প্রতি সরকারের কোনও সম্মান ৷ দেশের বেকার যুব সম্প্রদায়ের আওয়াজ শুনুন, অগ্নিপথে চালিত করে তাঁদের ধৈর্যের পরীক্ষা নেবেন না প্রধানমন্ত্রী জি ৷" বিষয়টি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিও ৷ কেন্দ্র সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন, যুব সম্প্রদায়ের স্বপ্ন এভাবে ধ্বংস না করতে ৷

আরও পড়ুন : 'অগ্নিপথ' বিরোধী বিক্ষোভে উত্তাল বিহার, একাধিক ট্রেনে আগুন প্রতিবাদীদের

কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে অন্যান্য বিরোধী দলগুলিও ৷ তাদের আশঙ্কা এরফলে সেনার কর্মদক্ষতায় সার্বিক প্রভাব পড়বে ৷ বকলমে যা দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক ৷ যদিও সরকারি সূত্রের দাবি, কেন্দ্রের নয়া এই নীতিতে সেনার বর্তমান রেজিমেন্ট প্রথায় কোনও প্রভাব পড়বে না ৷

মঙ্গলবারই সেনা নিয়োগে 'অগ্নিপথ' নীতির ঘোষণা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এই নীতির মূল হল, চার বছরের জন্য 46 হাজার জনকে নিয়োগ করা হবে সেনার তিন বাহিনীতে ৷ এদের ডাকা হবে 'অগ্নিবীর' নামে ৷ সাড়ে 17 থেকে 21 বছর বয়সিদের নিয়োগ করা হবে ৷ চার বছর পর এই 46 হাজারের মধ্যে মাত্র 25 শতাংশকে সেনায় রেখে দেওয়া হবে ৷ বাকিদের অবসর নিতে হবে ৷ অবসরের পর কোনও পেনশন আর দেওয়া হবে না এই অগ্নিবীরদের ৷ অবসর নেওয়ার সময় এককালীন কিছু অর্থ তাঁদের দেওয়া হবে ৷ তবে কর্মজীবনের এই চার বছরে তাঁরা প্রতি মাসে বেতন পাবেন ৷

ABOUT THE AUTHOR

...view details