পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 20, 2021, 5:27 PM IST

ETV Bharat / bharat

হিন্দি সিনেমার লোভী মহাজন, পেট্রোপণ্যে কর নিয়ে কটাক্ষ রাহুলের

গতকাল কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, গত অর্থবর্ষে পেট্রল-ডিজেল থেকে কর 88 শতাংশ বেড়েছে ৷ যার পরিমাণ প্রায় 3.35 লক্ষ কোটি টাকা ৷ কেন্দ্রের দেওয়া সেই তথ্যকে হাতিয়ার করেই রাহুল গান্ধি এই আক্রমণ শানিয়েছেন ৷

rahul-gandhi-slams-central-government-over-tax-on-petrol-diesel
এটা সরকার নাকি পুরনো হিন্দি সিনেমার মহাজন, পেট্রোপণ্যে কর নিয়ে কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি, 20 জুলাই : পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে গিয়ে পুরনো হিন্দি চলচ্চিত্রের উদাহরণ টেনে আনলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিনি পুরনো দিনের সিনেমার লোভী মহাজনের তুলনা করেছেন ৷

গতকাল, সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন (Monsoon Session) ৷ গতকাল কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, গত অর্থবর্ষে পেট্রল-ডিজেল থেকে কর 88 শতাংশ বেড়েছে ৷ যার পরিমাণ প্রায় 3.35 লক্ষ কোটি টাকা ৷ কেন্দ্রের দেওয়া সেই তথ্যকে হাতিয়ার করেই রাহুল গান্ধি এই আক্রমণ শানিয়েছেন ৷

আরও পড়ুন :জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে রোহিঙ্গা-সহ অনুপ্রবেশকারীরা বিপজ্জনক, লোকসভায় বলল কেন্দ্র

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, ‘‘একদিকে তারা মানুষকে ঋণ নিতে উৎসাহ দিচ্ছে, অন্যদিকে নির্বিচারে মানুষের থেকে কর আদায় করছে ৷’’ আর এই প্রসঙ্গেই তিনি বলেছেন, ‘‘এটা কি সরকার নাকি পুরনো হিন্দি সিনেমার লোভী মহাজন ?’’

করোনা অতিমারির সময় চাহিদা কমে যাওয়ায় বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গিয়েছে ৷ অথচ সেই সময় ভারতে পেট্রল ও ডিজেলের উপর বেড়েছে কর ৷ গত বছর পেট্রলের উপর আবগারি শুল্ক (Excise Duty) লিটার পিছু 19.98 টাকা থেকে বেড়ে হয়েছে 32.9 টাকা ৷ অন্যদিকে ডিজেলের উপর আবগারি শুল্ক আগে ছিল 15.83 টাকা ৷ গত বছর তা বেড়ে হয়েছে 31.8 টাকা ৷ এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী রামেশ্বর তেলি সংসদে এই লিখিত তথ্য পেশ করেছেন ৷

আরও পড়ুন :পেগাসাসকে কাজে লাগিয়েও বাংলায় নিজেদের মুখ রক্ষা করতে পারলেন না, অভিষেকের নিশানায় অমিত

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এর ফলে 2020-21 আর্থিক বছরে পেট্রল ও ডিজেল থেকে আবগারি শুল্কের পরিমাণ ছিল 3.35 লক্ষ কোটি টাকা ৷ এর আগের অর্থবর্ষে ওই পরিমাণ ছিল 1.78 লক্ষ কোটি টাকা ৷

ABOUT THE AUTHOR

...view details