পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul on Centre : সরকারের কাছে জিডিপি বৃদ্ধি মানে জ্বালানির মূল্য বৃদ্ধি, কেন্দ্রের সমালোচনায় রাহুল - জ্বালানির মূল্য বৃদ্ধি

31 অগস্ট জানানো হয়েছে যে দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে ৷ তার পরের দিন মাসের শুরুতেই গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্র ৷ এ নিয়ে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ এমনকি, অর্থনীতিবিদ কৌশিক বসুও এই জিডিপি বৃদ্ধির দাবি নস্যাৎ করে টুইট করে জানিয়েছেন এটা খারাপ খবর ৷ বরং দেশের জিডিপি বৃৃদ্ধি -9.2% ৷

রাহুল গান্ধি
রাহুল গান্ধি

By

Published : Sep 2, 2021, 8:01 AM IST

নয়া দিল্লি, 2 সেপ্টেম্বর : 7 বছরে 23 লক্ষ কোটি টাকা ! হ্যাঁ, পেট্রল-ডিজেল-এলপিজি সিলিন্ডারের দাম ক্রমাগত বাড়িয়ে এই অর্থ পকেটে পুরেছে কেন্দ্রীয় সরকার ৷ এমনই অভিযোগ জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ উল্লেখ্য 31 অগস্ট ন্যাশানাল স্ট্যাটিসটিক্যাল অফিসের (National Statistical Office, NSO) তরফে জানানো হয়েছে দেশের জিডিপি (Gross Domestic Product, GDP) বৃদ্ধির হার 20.1 শতাংশ ছুঁয়েছে ৷ এ নিয়ে বিজেপিও মোদির হয়ে প্রচার চালাচ্ছে জোরকদমে ৷ তার পরের দিনই দাম বেড়েছে রান্নার গ্যাসের ৷

বুধবার একটি সাংবাদিক সম্মেলনে এ নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন রাহুল গান্ধি ৷ উল্লেখ্য, ক'দিন আগে জিডিপি বৃদ্ধির হিসেব দিয়ে জানানো হয়েছে দেশে আর্থিক বৃদ্ধি হচ্ছে আর গতকালই 15 দিনের মাথায় ফের রান্নার গ্যাসের দাম বেড়েছে ৷ এ প্রসঙ্গে রাহুল বলেন, "সরকার একটা নতুন ধারণা তৈরি করেছে ৷ জিডিপি বৃদ্ধি মানে পেট্রল, ডিজেল, গ্যাসের মূল্য বৃদ্ধি ৷"

একদিকে নোটবাতিল (demonetisation) আর অন্যদিকে নগদ অর্থ উপার্জন (monetisation) চলছে জানিয়ে তিনি বলেন, "নোটবাতিল কাদের জন্য ? চাষি, শ্রমিক, ছোটখাটো ব্যবসায়ী, আর অনিয়মিত ক্ষেত্র, ক্ষুদ্র ও মাঝারি মাপের ব্যবসায়ীদের ৷ আর অর্থ উপার্জন করছে কারা ? মোদির ঘনিষ্ঠ 4-5 জন ৷" গরিবের অর্থ যাচ্ছে প্রধানমন্ত্রীর বন্ধুদের কাছে, অভিযোগ করেন তিনি ৷

আরও পড়ুন : LPG price hike : ফের বাড়ল গ্যাসের দাম, কী বলছে আমজনতা...

এরপর যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (international crude oil) দাম বেড়ে 90-100 মার্কিন ডলার (USD 90-100) হবে, তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা ৷ পাশাপাশি, রান্নার গ্যাসের দাম নিয়ে তিনি 2014-য় ইউপিএ (Congress-led United Progressive Alliance) জমানার সঙ্গে বর্তমান মোদি সরকারের জমানার তুলনা করেছেন ৷ 2014-য় ইউপিএ সরকারের সময় রান্নার গ্যাসের দাম ছিল সিলিন্ডার পিছু 410 টাকা ৷ এখন তা হয়েছে 885 টাকা ৷ পেট্রলের দাম ছিল 71.50 টাকা প্রতি লিটার ৷ এখন প্রতি লিটারে 101 টাকা ৷ আর ডিজেলের দাম তো 57 টাকা থেকে বেড়ে 88-তে পৌঁছেছে ৷ তাঁর দাবি 2014-র পর থেকে আন্তর্জাতিক বাজারে পেট্রল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম কম থাকলেও ভারতে তার দাম বেড়েই চলেছে ৷

জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে কংগ্রেস ৷ কেন্দ্রকে কর মকুব করে দাম কমানোর দাবি জানালেও তাতে কর্ণপাত করছে না মোদি সরকার ৷

এদিকে, জিডিপি বৃদ্ধি নিয়ে শুধু কংগ্রেস বা বিরোধী দল নয় ৷ অর্থনীতিবিদ কৌশিক বসুও সবর হয়েছেন ৷ তিনি একটি টুইটে জানিয়েছেন, "পাটিগণিতের সামান্য জ্ঞান থাকলেই বোঝা যাবে এপ্রিল-জুন 2021-এ 20.1% জিডিপি বৃদ্ধির খবর দুঃসংবাদ ৷ এটা 2020-র এপ্রিল-জুনের প্রেক্ষিতে ৷ 2020-র এপ্রিল-জুনে দেশের জিডিপি 24.4% নিচে নেমে গিয়েছিল ৷ 2019-এর এপ্রিল-জুনের (অর্থাৎ দু'বছর আগে) হিসেবে ভারতের জিডিপি বৃদ্ধির হার -9.2% ৷"

ABOUT THE AUTHOR

...view details