পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi : ভয় পাওয়ার পাত্রী নন আসল কংগ্রেসি প্রিয়াঙ্কা, বোনের পাশে দাঁড়িয়ে টুইট রাহুলের - Yogi Government

উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত গোটা দেশ ৷ ঘটনাস্থলে যাওয়ার পথে আটক হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ বোনের পাশে দাঁড়িয়ে মঙ্গলবার টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

rahul gandhi slams bjp on priyanka gandhi detaintion in uttar pradesh
Rahul Gandhi : আসল কংগ্রেসি প্রিয়াঙ্কার হারানো অসম্ভব, টুইটে হুঁশিয়ারি রাহুলের

By

Published : Oct 5, 2021, 1:30 PM IST

Updated : Oct 5, 2021, 1:42 PM IST

নয়াদিল্লি, 5 অক্টোবর : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri Violence) যাওয়ার পথে আটক করা হয়েছে কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাকে (Priyanka Gandhi Vadra) ৷ তার পর কেটে গিয়েছে প্রায় 28 ঘণ্টা ৷ কিন্তু এই ভাবে কংগ্রেসকে ভয় দেখানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রিয়াঙ্কার দাদা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷

মঙ্গলবার সকালে কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘যাঁকে হেফাজতে নিয়েছেন, তিনি ভয় পাওয়ার পাত্রী নন ৷ সত্যিকারের কংগ্রেসী ৷ হার মানবেন না ৷’’ সঙ্গে তিনি যোগ করছেন, ‘‘সত্যাগ্রহ থামবে না ৷’’ আর হ্যাশট্যাগ দিয়ে রেখেন ‘ফার্মাস প্রটেস্ট’ (কৃষকদের প্রতিবাদ) শব্দ দু’টি ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri violence : মানুষের কাছে জবাব দিন, লখিমপুরের ঘটনার ভিডিও টুইট করে মোদিকে তোপ প্রিয়াঙ্কার

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলছিল ৷ সেই বিক্ষোভে অংশগ্রহণকারীদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে ৷

তার পর থেকে এই ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ ৷ সেদিন ঘটনাস্থলেই দু’জন কৃষকের মৃত্যু হয় ৷ পরে হাসপাতালে মারা যান আরও দু’জন ৷ এছাড়া বেশ কয়েকজন কৃষক আহন হন ৷ এমনকী, এই ঘটনায় চারজন বিজেপি কর্মীও মারা গিয়েছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন :Lakhimpur kheri : চাষিদের পিষে ফেলার ভিডিয়ো প্রকাশ কংগ্রেস নেতা ললিতেশপতি ত্রিপাঠীর

রবিবার রাতেই লখিমপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ তাঁকে সীতাপুরের কাছে আটক করে পুলিশ ৷ কংগ্রেসের দাবি, প্রিয়াঙ্কাকে গ্রেফতার করা হয়েছে ৷ 28 ঘণ্টা কেটে গিয়েছে ৷ তার পরও তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর হয়নি ৷

এই পরিস্থিতিতেই বোনের পাশে দাঁড়িয়েছেন কেরলের ওয়ানেড়ের সাংসদ রাহুল গান্ধি ৷ পাশাপাশি এভাবে কংগ্রেসের আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারকে ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri violence : অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে লখিমপুরের ঘটনার তদন্ত, ঘোষণা যোগী সরকারের

Last Updated : Oct 5, 2021, 1:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details