নয়াদিল্লি, 4 জুন : অন্যদের জ্ঞান বিতরণে আগে, রাহুল গান্ধির আগে কংগ্রেস শাসিত রাজ্যে নজর দেওয়া উচিত ৷ এভাবেই রাহুল গান্ধিকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর ৷ প্রসঙ্গত, পঞ্জাবে ভ্যাকসিনেশনের সমস্যা তো রয়েছেই ৷ এবার পঞ্জাব সরকার ও প্রদেশ কংগ্রেসের মধ্যে মতানৈক্যে শুরু হয়েছে ৷ যা নিয়ে গত কয়েকদিন ধরে পঞ্জাব সরকারের মন্ত্রীরা দিল্লিতে রয়েছেন ৷ সেই নিয়েই কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে নিশানা করেছেন প্রকাশ জাভড়েকর ৷
সাংবাদিক বৈঠকে প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘অন্যকে জ্ঞান দেওয়ার আগে, রাহুল গান্ধির সবার আগে নিজেদের রাজ্যে (কংগ্রেস শাসিত) নজর দেওয়া উচিত ৷ পঞ্জাব সরকার 1.40 লক্ষের বেশি কোভ্যাকসিনের ডোজ 400 টাকা করে কিনেছে ৷ আর সেই ভ্যাকসিন 20টি বেসরকারি হাসপাতালকে 1000 টাকা করে বিক্রি করেছে ৷’’ তিনি আরও বলেন, ‘‘কেন্দ্র প্রতিটি রাজ্যকে মোট 22 কোটি করোনার ভ্যাকসিন সরবরাহ করেছে ৷’’ তবে রাজ্য় সরকারগুলি প্রথমে দাবি করেছিল, ভ্যাকসিন বিকেন্দ্রীকরণ করা হোক ৷ রাজ্যগুলির দাবি মেনে কেন্দ্র করোনার ভ্যাকসিন বিকেন্দ্রীকরণ করে দেয় ৷ আর এখন সবাই ফের ভ্যাকসিনের সরবরাহ কেন্দ্রের মাধ্যমে করতে বলছে ৷