নয়াদিল্লি, 23 জানুয়ারি: যখন সঠিক মেয়ের সন্ধান পাবেন, তখনই বিয়ে করবেন ৷ কার্লি টেলস নামে একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি এখন ভারত জোড়ো যাত্রার শেষ পর্যায়ের রয়েছেন ৷ সেই কর্মসূচির ফাঁকেই তিনি ওই সাক্ষাৎকার দেন ৷ সেখানে তাঁর পছন্দ-অপছন্দ, খাদ্যাভ্যাস-সহ বেশ কিছু ব্যক্তিগত প্রসঙ্গে উত্তর দেন ৷ এর মধ্যেই ছিল বিয়ের প্রসঙ্গ৷ সেখানেই তিনি একথা বলেন ৷
পাশাপাশি মা-বাবার বিয়ের প্রসঙ্গও তোলেন ৷ তাঁর বাবা রাজীব ও মা সোনিয়া প্রেমের সম্পর্ক থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ সেই বিষয়টিই তাঁর কাছে বিয়ে নিয়ে মাপকাঠি ৷ আর সেটাই নিজের বিয়ের জন্য তিনি মাপকাঠি হিসেবে দেখেন ৷ ওই সাক্ষাৎকারে এমনটাও জানিয়েছেন কেরালার ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷
52 বছর বয়সী প্রাক্তন কংগ্রেস সভাপতি জানান যে তিনি বিয়ের বিরুদ্ধে নন ৷ একই সঙ্গে তিনি বলেন, "সমস্যা হল আমার বাবা-মায়ের সত্যিই একটি সুন্দর বিয়ে ছিল এবং তাঁরা একে অপরের সঙ্গে সম্পূর্ণ প্রেমে ছিলেন ৷ সেই মাপকাঠি অনেক উপরে ৷’’ এর পর তাঁর সংযোজন, "যখন সঠিক মেয়েটি আসবেন, তখন বিয়ে করব ৷’’ কেমন মেয়ে তাঁর পছন্দ ? এই প্রশ্নের উত্তরে রাহুল বলেন, "না, শুধু একজন প্রাণবন্ত ব্যক্তি, যিনি বুদ্ধিমতি ।"
এই সাক্ষাৎকারটি অবশ্য তিনি দিয়েছিলেন রাজস্থানে ৷ মাসখানেক আগে তিনি ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে রাজস্থানে ছিলেন ৷ সেই সময় তিনি ওই সাক্ষাৎকার দেন ৷ সেখানে নিজের খাবার নিয়েও কথা বলেন ৷ খাবারের বিষয়ে তিনি খুব বেশি খুঁতখুঁতে নন ৷ যা পান, তিনি তাই খেয়ে নেন ৷ তবে মটর ও কাঁঠাল তিনি পছন্দ করেন না বলেও জানিয়েছেন রাহুল ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, বাড়িতে থাকলে অবশ্য তিনি খাবারের বিষয়ে কড়া নিয়ম মেনে চলেন ৷