নয়াদিল্লি, 28 মার্চ: সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর রাহুল গান্ধিকে তাঁর সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছে লোকসভার সচিবালয় (LS Secretariat Notice to Rahul Gandhi) ৷ সোমবার সেই নির্দেশ দেওয়া হয়েছে রাহুলকে ৷ মঙ্গলবার এই নিয়ে নিজের উত্তর লোকসভার সচিবালয়ে পাঠিয়ে দিলেন রাহুল (Rahul Gandhi Reply to LS Secretariat) ৷ জানালেন, নিজের অধিকারের প্রতি কোনও পক্ষপাত না করেই 12, তুঘলক লেনের বাংলোটি ছেড়ে দেবেন ৷
এদিন রাহুলের তরফে যে চিঠি দেওয়া হয়েছে লোকসভার সচিবালয়ে, সেখানে লোকসভায় তাঁর চারবারের সদস্য হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে ৷ মানুষের ভোটে যে তিনি সাংসদ হয়েছেন, সেটাও জানানো হয়েছে ৷ তার সঙ্গে উল্লেখ করা হয়েছে যে ওই সরকারি বাংলোয় কাটানো সময়ে রাহুলের অনেক স্মৃতিও রয়েছে ৷
ফৌজদারি মানহানি মামলায় দু’বছর কারাদণ্ড হয়েছে রাহুল গান্ধির ৷ তাই তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে (Rahul Gandhi Disqualification as MP) ৷ সাংসদ পদ খারিজ সংক্রান্ত একটি নোটিশও জারি করেছিল লোকসভার সচিবালয় ৷ সেই নোটিশ সরকারি যে সমস্ত দফতরে পাঠানো হয়, সেই তালিকায় লোকসভার আবাসন কমিটিও ছিল ৷ ওই কমিটিই সাংসদদের সরকারি বাংলো বরাদ্দ করে ৷ সোমবার ওই কমিটি তাঁর সরকারি বাংলোর বরাদ্দ বাতিল করে দেয় ৷ বাংলো ছাড়তে রাহুলকে নোটিশ দেয় ৷