মুম্বই, 1 সেপ্টেম্বর: ‘ইন্ডিয়া’ জোটের সব দল যদি একত্রিত হয়, তাহলে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে জেতা অসম্ভব ৷ শুক্রবার এই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার থেকে দু’দিনের ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বসেছিল মুম্বইতে ৷ সেই বৈঠক শেষে এই কথা বলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ একই সঙ্গে এর কারণও তিনি ব্যাখ্যা করেছেন ৷ তাঁর কথায়, ‘ইন্ডিয়া’ জোট ভারতের জনসংখ্যার 60 শতাংশের প্রতিনিধিত্ব করে ৷ তাই এই জোটের দলগুলি এক হলে বিজেপি হেরে যাবে ৷
রাহুল গান্ধি বলেন, "এই পর্যায়ে (ইন্ডিয়া জোট) ভারতের জনসংখ্যার 60 শতাংশ প্রতিনিধিত্ব করছে । রাজ্যের দলগুলি যদি একত্রিত হয়, তবে বিজেপির পক্ষে জয়ী হওয়া অসম্ভব । তাই আসল কাজ হল সবচেয়ে কার্যকর উপায়ে একত্রিত হওয়া ।"
এ দিনের বৈঠক সম্পর্কে তিনি জানান যে জোটের তরফে দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কী সেই দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷ এই নিয়ে তিনি বলেন, "একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে এবং আসন ভাগাভাগি নিয়ে আলোচনা ত্বরান্বিত করার সিদ্ধান্ত হয়েছে ৷ যা ইন্ডিয়া জোট বিজেপিকে পরাজিত করার জন্য প্রয়োজনীয় দু’টি পদক্ষেপ ।" একই সঙ্গে তিনি জানান যে আগের দু’টি বৈঠকে বিজেপি বিরোধী দলগুলি পরস্পরের সঙ্গে সমঝোতা গড়ে তুলেছে ৷ আর এক সঙ্গে এগিয়ে চলার অঙ্গীকার করেছে ৷
‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের পর শিবসেনা (ইউবিটি)-র সাংসদ সঞ্জয় রাউত জানান, বৈঠকে একটি প্রস্তাব পাশ হয়েছে এবং চারটি প্রধান কমিটি গঠন করা হয়েছে । এছাড়া একটি কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে ৷ সেই কমিটিতে 14 জন থাকছেন ৷ 13 জনের নাম এ দিন ঘোষণা করা হয়েছে ৷ সিপিএমের সদস্য়ের নাম এখনও ঘোষণা করা হয়নি ৷