পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul attacks Facebook : ফেসবুক গণতন্ত্রের জন্য খারাপ, দাবি রাহুল গান্ধির - Rahul Gandhi says Facebook worse for democracy

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির নিশানায় ফেসবুক (Rahul attacks Facebook) ৷ তিনি বুধবার টুইট করে আক্রমণ করেছেন ফেসবুককে ৷ তাঁর দাবি, ‘‘মেটা গণতন্ত্রের জন্য খারাপ (Rahul Gandhi says Facebook worse for democracy) ৷’’ কারণ, ফেসবুক নাকি ভোটে বিজেপিকে সাহায্য করে ৷

Rahul on Facebook
ফেসবুক গণতন্ত্রের জন্য খারাপ দাবি রাহুলের

By

Published : Mar 16, 2022, 3:40 PM IST

নয়াদিল্লি, 16 মার্চ : ফেসবুক গণতন্ত্রের জন্য খারাপ ৷ এমনই অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বুধবার এই নিয়ে তিনি একটি টুইট করেছেন ৷ সেখানে একটি খবরের শিরোনাম শেয়ার করে তিনি এই অভিযোগ তুলেছেন মার্ক জুকারবার্গের সংস্থার বিরুদ্ধে ৷ লিখেছেন, ‘‘মেটা গণতন্ত্রের জন্য খারাপ (Rahul Gandhi says Facebook worse for democracy) ৷’’

কেন তিনি এই অভিযোগ করেছেন, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি ৷ কিন্তু যে খবরের শিরোনাম ব্যবহার করেছেন, সেখানে লেখা হয়েছে যে ভোটে বিজেপিকে সাহায্য করেছে ফেসবুক ৷ ফলে বোঝাই যাচ্ছে যে রাহুল গান্ধির অভিযোগও একই ৷

তবে তিনি একা নন, তাঁর মা তথা কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিও এদিন ফেসবুকের বিরুদ্ধে তোপ দেগেছেন (Congress Interim President Attacks Sonia Gandhi) ৷ রায়বরেলির সাংসদ সোনিয়া এদিন লোকসভায় দাবি করেন, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি ভোটের সময় পদ্ধতিগত হস্তক্ষেপ করে ৷ এটা শেষ হওয়া উচিত ৷ এর জন্য কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ করা উচিত বলে তিনি দাবি করেছেন ৷ তাঁর আরও দাবি, গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতি রক্ষা করার জন্যই এই পদক্ষেপ করা উচিত, সে ক্ষমতাই যে দলই থাকুক না কেন ৷

তবে ফেসবুকের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয় ৷ এর আগে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতা এই নিয়ে অভিযোগ করেছেন ৷ ফেসবুক বিজেপির হয়ে কাজ করে বলে বারবার অভিযোগ তোলা হয়েছে ৷ প্রতিবারই ফেসবুকের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

আরও পড়ুন :Rahul Criticizes Jammu Kashmir Decision : জম্মু ও কাশ্মীরের সিদ্ধান্তে পাকিস্তান ও চিনকে জোটবদ্ধ করেছে মোদিসরকার, আক্রমণ রাহুলের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details