নয়াদিল্লি, 9 অগস্ট: মণিপুর ইস্যুতে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, মণিপুরে ভারতমাতার হত্যা করেছে বিজেপি ৷
লোকসভায় অনাস্থা প্রস্তাবে রাহুলের ভাষণ: কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের দলগুলি ৷ মঙ্গলবার থেকে শুরু হয়ে আলোচনা ৷ বুধবার দ্বিতীয়দিন ৷ এ দিনের শুরুতেই ভাষণ দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷
মণিপুর ইস্যুতে বিজেপিকে নিশানা রাহুলের: এ দিন অনাস্থা প্রস্তাবে ভাষণ দিতে গিয়ে মণিপুর ইস্যুতে কেন্দ্রের শাসক দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন রাহুল গান্ধি ৷
তিনি বলেন, "আপনারা মণিপুরে ভারতকে হত্যা করেছেন । শুধু মণিপুর নয়, আপনারা ভারতকে হত্যা করেছে । আপনাদের রাজনীতি শুধু মণিপুরকে হত্যা করেনি, মণিপুরে ভারতকে হত্যা করেছে । আপনারা মণিপুরে ভারতকে হত্যা করেছেন । ভারতমাতার হত্যা করেছেন ৷"
মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল: মণিপুরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ার পর সেখানে রাহুল গান্ধি যান ৷ বুধবার লোকসভায় সেই প্রসঙ্গও তোলেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "কয়েকদিন আগে আমি মণিপুর গিয়েছিলাম । আমাদের প্রধানমন্ত্রী যাননি, আজও যাননি, কারণ তাঁর জন্য মণিপুর ভারত নয় ।" বিজেপি মণিপুরকে দু’ভাগে ভাগ করে দিয়েছে ৷
সাংসদপদ ফিরিয়ে দেওয়ায় ধন্যবাদ: রাহুল গান্ধি সাংসদপদ ফিরে পেয়েছেন গত সোমবার ৷ তার পর বুধবার লোকসভায় প্রথমবার ভাষণ দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষেই তিনি ভাষণ দেন ৷ শুরুতেই তিনি সাংসদপদ ফিরিয়ে দেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে ৷
আরও পড়ুন:'গোটা ভারতই আমার ঘর', তুঘলক লেনের বাংলো ফিরে পেয়ে বললেন রাহুল
সংসদে রাহুলের আদানি কটাক্ষ: গত বাজেট অধিবেশনে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে সরব হয়েছিলেন রাহুল গান্ধি ৷ এ দিন ভাষণের শুরুতেই সেই প্রসঙ্গ তোলেন ৷ তিনি বলেন, ‘‘আমি যখন শেষবার বক্তব্য রেখেছিলাম, সম্ভবত আমি আপনাকে (ওম বিড়লা) কষ্ট দিয়েছিলাম ৷ কারণ আমি আদানিকে কেন্দ্র করেছিলাম - হয়তো আপনার সিনিয়র নেতা ব্যথা পেয়েছিলেন...সেই ব্যথা আপনার উপরও প্রভাব ফেলতে পারে । আমি তার জন্য আপনার কাছে ক্ষমাপ্রার্থী । কিন্তু সত্যি কথা বলেছি আজ আমার বিজেপির বন্ধুদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমার আজকের বক্তৃতা আদানিকে নিয়ে নয় ৷’’
মোদির সঙ্গে রাবণের তুলনা: সরাসরি না বললেও এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাবণের তুলনা করেন রাহুল গান্ধি ৷ তাঁর কথায়, রাবণকে রাম মারেনি ৷ রাবণকে তার অহঙ্কার মেরেছে ৷ লঙ্কা হনুমান জ্বালায়নি ৷ লঙ্কা জ্বলেছে রাবণের অহঙ্কারের জন্য ৷ রাহুলের দাবি, রাবণ শুধু মেঘনাথ ও কুম্ভকর্ণের কথা শুনে চলত ৷ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিল্পপতি গৌতম আদানির কথা শুনে চলেন ৷
অনাস্থা প্রস্তাবে রাহুলের মুখে ভারত জোড়ো যাত্রা: এ দিনের ভাষণে আবার ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ উঠে এসেছে ৷ তাঁর দাবি, এই কর্মসূচিতে অংশগ্রহণ করার ফলে তাঁর অহঙ্কার একেবারে চলে গিয়েছে ৷ ওই কর্মসূচিতে বেরিয়ে ভারতবাসীর কাছ থেকে তিনি কী কী শুনেছেন, কী কী অভিজ্ঞতা হয়েছে, তারও কিছু উদাহরণ সংসদের নিম্নকক্ষে তুলে ধরেন ৷
আরও পড়ুন:লোকসভায় অনাস্থা প্রস্তাব আনার নিয়ম কী, কীভাবে হয় আলোচনা; জেনে নিন বিস্তারিত