পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্র্যাক্টর চালালেন রাহুল

নয়া কৃষি আইনের (Farm Laws) প্রতিবাদে রাজধানীতে ট্র্যাক্টর মিছিল করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ শার্ট, ট্রাউজার ও মাস্ক পরে দিল্লির রাস্তায় লাল ট্র্যাক্টর চালিয়ে নিজের প্রতিবাদ জানান রাগা ৷

Rahul Gandhi Rides Tractor In Delhi To Protest new Farm Laws
কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্রাক্টর চালালেন রাহুল

By

Published : Jul 26, 2021, 11:38 AM IST

Updated : Jul 26, 2021, 12:36 PM IST

নয়াদিল্লি, 26 জুলাই : নয়া তিন কৃষি আইনের (Farm Laws) প্রতিবাদে রাজধানীর রাজপথে ট্র্যাক্টর মিছিল করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ শার্ট, ট্রাউজার ও মাস্ক পরে দিল্লির রাস্তায় একটি লাল ট্র্যাক্টর (Tractor Rally) চালিয়ে নিজের প্রতিবাদ জানান রাগা ৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের অন্য কর্মী সমর্থকরা ৷

কৃষি আইন নিয়ে আজ রাজধানীতে উত্তেজনার পারদ চড়াল কংগ্রেস ৷ কেন্দ্রের আনা তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লির প্রাণকেন্দ্রে ট্র্যাক্টর চালিয়ে মিছিল করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, "কৃষকদের বার্তা আমি সংসদে নিয়ে এসেছি ৷ সরকার কৃষকদের কণ্ঠরোধ করছে এবং সংসদে এই নিয়ে কোনও আলোচনা হতে দিচ্ছে না ৷ এই কালো আইন তাদের প্রত্যাহার করতে হবে ৷ 2-3 জন বড় ব্যবসায়ীকে সুবিধে করে দেওয়ার জন্যই এই আইন আনা হয়েছে, এটা গোটা দেশ জানে ৷"

আরও পড়ুন:পেগাসাস বিতর্কে আলোচনা চেয়ে হইচই বিরোধীদের, দুপুর 12 টা পর্যন্ত মুলতুবি রাজ্যসভা

রাহুলের কথায়, "সরকারের দাবি, কৃষকরা খুব খুশি আর যে কৃষকরা প্রতিবাদ জানাচ্ছেন, তাঁরা সন্ত্রাসবাদী ৷ বাস্তবে কৃষকদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে ৷"

Rahul Gandhi: কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্র্যাক্টর চালালেন রাহুল

বিতর্কিত কৃষি আইনের বিরোধিতা করে গত বছর নভেম্বর মাস থেকে দিল্লির তিন সীমানা এলাকায় টানা বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার কৃষক ৷ কেন্দ্রের সঙ্গে দফায় দফায় কৃষক সংগঠনগুলির বৈঠক হলেও কোনও রফাসূত্র বের হয়নি ৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এককাট্টা কৃষকরা ৷ আবার আইন বাস্তবায়নের সিদ্ধান্তে অনড় কেন্দ্রীয় সরকার ৷

আরও পড়ুন:কার্গিল দিবসের 22তম পূর্তি, শহিদদের শ্রদ্ধা মোদি-মমতা-রাহুলের

গত সপ্তাহে সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকে কৃষি আইন-সহ অন্যান্য ইস্যুতে দফায় দফায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন ৷ সংসদের বাইরেও বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা ৷

Last Updated : Jul 26, 2021, 12:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details