লেহ (লাদাখ), 19 অগস্ট:পরনে স্টাইলিশ নীল জ্যাকেট, মাথায় হেলমেট, বাইক চালাচ্ছেন রাহুল গান্ধি ৷ শনিবার লাদাখের রাস্তায় এভাবেই ধরা দিলেন ওয়েনাডের সাংসদ ৷ বর্তমানে লাদাখ সফরে রয়েছেন সোনিয়া-পুত্র ৷ এদিন কেটিএম 390 ডিউক চালিয়ে লাদাখের লেহ থেকে প্যাংগং লেকে পাড়ি দেন রাহুল, পাহাড়ি রাস্তায় রাহুলকে বাইক চালিয়ে ঘুরতেও দেখা যায় ৷ বিভিন্ন সামাজিক মাধ্যমে কংগ্রেস নেতা তাঁর এই বাইক সফরের ছবি শেয়ারও করেছেন ৷ দলের এক্স (টুইটার) পেজ থেকেও সেইসব ছবি শেয়ার করেছে কংগ্রেস ৷
ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে রাজীব গান্ধিকে স্মরণ করে রাহুল লিখেছেন, "প্যাংগং লেকে যাওয়ার পথে, আমার বাবা বলতেন এটা পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা ৷" কংগ্রেসের তরফে রাহুলের এই বাইক সফরকে 'মহব্বত কা সফর নামা' বলে প্রচার করা হচ্ছে ৷ গতবছর ভারত জোড়ো যাত্রার শেষলগ্নে কাশ্মীরে গেলেও লাদাখে যাননি রাহুল ৷ এই বিষয়টি নিয়ে সম্প্রতি লোকসভায় তাঁকে খোঁচাও দেন বিজেপি সাংসদরা ৷ জবাবে রাহুল জানিয়েছিলেন তিনি খুব শীঘ্রই লাদাখে যাবেন ৷