দিল্লি, 11 ফেব্রুয়ারি : বাজেট নিয়ে বক্তৃতা করতে উঠে এই নিয়ে একটি শব্দও খরচ করলেন না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ তাঁর দাবি, এটা তাঁর প্রতিবাদ৷ কারণ, বাজেট অধিবেশনে তাঁরা কৃষি আইন নিয়ে সংসদে আলোচনা চেয়েছিলেন৷ কিন্তু কেন্দ্রীয় সরকার তা না চাওয়ায় তিনি এই প্রতিবাদ করলেন৷
কিন্তু তার আগে তিনি কেন্দ্রের মোদি সরকারের তরফে লাগু করা কৃষি আইন নিয়ে সমালোচনা করেন৷ নাম না করে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ তাঁর অভিযোগ, দেশ এখন চারজন চালান৷ তবে কারা তাঁরা সেই নাম করেননি তিনি৷ কিন্তু স্পষ্ট যে তিনি চার জনের মধ্যে দু’জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আর বাকি দু’জন দুই শিল্পপতি৷
বুধবার লোকসভায় বাজেট অধিবেশনের জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী৷ সেখানে তিনি কৃষি আইন নিয়ে বিরোধীদের আপত্তির তীব্র সমালোচনা করেন৷ তিনি অভিযোগ করেন যে বিরোধীরা কৃষি আইনের বিষয়বস্তুর উপর নজর না দিয়ে এই নিয়ে সমালোচনা করছেন৷
এদিন তাই কৃষি আইন নিয়ে বলার সময় বারবার বিষয়বস্তু শব্দটি উঠে এসেছে রাহুল গান্ধির ভাষণে৷ তাঁর অভিযোগ, কৃষি আইন অনুযায়ী যে কেউ যত কিছু শস্য কিনতে পারবেন৷ যদি কেউ সব কিনতে পারেন, তাহলে মান্ডিতে কেউ কেন যাবেন৷ শস্য মজুদ করার কোনও সীমা তুলে দেওয়া হয়েছে৷ অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিল করা হয়েছে৷