পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul on Karnataka Election: 'কর্ণাটকে পুঁজিবাদের বিরুদ্ধে গরিবের শক্তির জয়', বিজেপি 'সাফ' করে প্রতিক্রিয়া রাহুলের - Rahul Gandhi reaction on Karnataka Assembly

দাক্ষিণাত্যে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি ৷ কংগ্রেসের অতি বড় নিন্দুকও আজ মানতে কার্যত বাধ্য, লোকসভা ভোটের আগে বিজেপি 'মোদি ম্যাজিক' ধরে রাখতেও ব্যর্থ হল ৷

Etv Bharat
প্রতিক্রিয়া রাহুলের

By

Published : May 13, 2023, 2:58 PM IST

Updated : May 13, 2023, 8:05 PM IST

রাহুলের চোখে-মুখে উৎফুল্লতার ছাপ স্পষ্ট

বেঙ্গালুরু, 13 মে: কর্ণাটকে পুঁজিবাদের বিরুদ্ধে জয় হয়েছে গরিবের ৷ কর্ণাটক বিধানসভার ভোটের ফল সামনে আসতেই এই ভাষাতেই জয়ের উচ্ছ্বাস প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ পাশাপাশি শনিবার ভোটের ফল প্রকাশের পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "মানুষ দেখাল ভালোবাসাতেই আস্থা রাখে, ঘৃণার প্রতি নয় ৷ আর তাই পরাস্ত হয়েছে পুঁজিবাদ ৷"

2024 সালের লোকসভা ভোটের আগে কর্ণাটক বিধানসভা নির্বাচন ছিল কার্যত বিজেপি এবং কংগ্রেস দুই দলের কাছেই অ্যাসিড টেস্টের সমান। কিন্তু সেমিফাইনাল ম্যাচেই কার্যত মুখ থুবরে পড়ল বিজেপি ৷ ভোটের ফলে একদিকে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি যেমন কর্ণাটক জয়কে সামনে রেখে লোকসভা ভোটের আগে প্রভাব বিস্তারে ব্যর্থ হল, তেমনই অন্যদিকে দাক্ষিণাত্যে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি ৷ কংগ্রেসের অতি বড় নিন্দুকও আজ মানতে কার্যত বাধ্য, লোকসভা ভোটের আগে বিজেপি 'মোদি ম্যাজিক' ধরে রাখতেও ব্যর্থ হল ৷

"মানুষ দেখাল ভালোবাসাতেই আস্থা রাখে, ঘৃণার প্রতি নয় ৷ আর তাই পরাস্ত হয়েছে পুঁজিবাদ ৷"

অন্যদিকে, রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কংগ্রেসের কাছে কর্ণাটকের লড়াই ছিল অস্তিত্ব রক্ষার শেষ লড়াই। ভারত জোড়ো যাত্রা, গান্ধি পরিবারের বাইরে গিয়ে দলের সর্বোচ্চ ক্ষমতার হাত বদল থেকে ডি শিবকুমারদের উপর আস্থার জেরেই শেষ হাসি হাসল দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল। কর্ণাটক হাতছাড়া হওয়ায় বস্তুত গোটা দক্ষিণ ভারতই এখন বিজেপিমুক্ত। সেই সঙ্গে, এই জয়ের পর নিচুতলার কর্মীরা যে উজ্জীবিত হবেন, তা একরম নিশ্চিত ৷ এদিন ফল প্রকাশের পর প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে রাহুলের চোখে-মুখে উৎফুল্লের ছাপ স্পষ্ট ৷

রাহুল গান্ধি বলেন, "কর্ণাটকের আপামর জণগন এবং দলের সব কর্মী-নেতা যারা দলের হয়ে কাজ করেছে, তাদের অভিনন্দন ও শুভেচ্ছে ৷ কর্ণাটকে একদিকে গরিব জনতা ছিল অন্যদিকে পুঁজিবাদীদের দাপট ছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত গরিব জনতা হারিয়ে দিল পুঁজিবাদকে ৷ আর আগামীদিনে সব জায়গাতেই এটাই হবে ৷"

এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধি বলেন, "ঘৃণার রাজনীতির পরিবর্তে ভালোবাসার রাজনীতি করেছে কংগ্রেস ৷ হিংসা এবং ভালোবাসার মধ্যে লড়াই হয়েছে ৷ শেষ পর্যন্ত ভালোবাসার জয় হয়েছে ৷" অন্যদিকে নির্বাচনী যে প্রতিশ্রুতি কংগ্রেস দিয়েছিল সে বিষয়েও এদিন মুখ খুলেছেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "যে পাঁচ প্রতিশ্রুতি আমরা দিয়েছিলেম, আমি আপনাদের বলছি, মন্ত্রিসভার প্রথমদিন প্রথম বৈঠকেই তা লাগু করা হবে ৷" অন্যদিকে, কর্ণাটকে দলের বিপুল জয়ের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, "আমরা জিতেছি, এখন আমাদের কাজ করতে হবে। আমি আজ কারও সমালোচনা করতে চাই না ৷"

Last Updated : May 13, 2023, 8:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details