নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি:আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের প্রসঙ্গে লোকসভায় সরব হয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ রাষ্ট্রপতি ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব নিয়ে বলতে উঠে মঙ্গলবার লোকসভায় সুকৌশলে আদানি প্রসঙ্গ টেনে আনেন রাহুল (Rahul Gandhi in Lok Sabha) ৷ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে রাহুল এদিন অভিযোগ করেন, তাঁর নির্দেশেই কেন্দ্রীয় সরকার একাধিক ক্ষেত্রে শিল্পপতি গৌতম আদানিকে সুবিধা পাইয়ে দিয়েছে ৷ ভারতের বিদেশনীতি আদানির বিদেশনীতির দেখানো পথে চলছে বলেও এদিন মন্তব্য করেন রাহুল ৷ বুধবার লোকসভায় বক্তব্য পেশ করার কথা প্রধানমন্ত্রীর ৷ তার আগে রাহুল গান্ধি এদিন প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, বিজেপি'কে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে কত টাকা দিয়েছে আদানি গোষ্ঠী (Rahul Gandhi allegations against PM Modi) ৷
রাহুল গান্ধি এদিন লোকসভায় বলেন, ''আগামিকাল এখানে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী ৷ আমি তাঁর কাছে জানতে চাই কতবার প্রধানমন্ত্রীর বিদেশ সফরে আদানি সঙ্গী হয়েছেন ? কতবার নরেন্দ্র মোদির বিদেশ সফরের পরেই সেই দেশে গিয়েছেন গৌতম আদানি ? কতবার প্রধানমন্ত্রী কোনও দেশ থেকে ফিরে আসার পরেই সেই দেশের সঙ্গে কোনও চুক্তি স্বাক্ষর করেছেন আদানি ? বিজেপি-কে গত 20 বছরে কত টাকা দিয়েছে আদানি গোষ্ঠী ? ইলেক্টোরাল বন্ডের মাধ্যমেই বা কত টাকা দেওয়া হয়েছে ?"
আরও পড়ুন: হিন্ডেনবার্গের আগেও আদানিদের বিরুদ্ধে বেনিয়মের রিপোর্ট বেরিয়েছে ভারতে, দাবি পরঞ্জয় গুহঠাকুরতার
এদিন বক্তব্যের শুরুতে রাহুল গান্ধি জানান, তাঁর ভারত জোড়ো যাত্রা দেশের যে প্রান্তেই গিয়েছে সেখানেই তাঁকে আদানিকে নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে ৷ "সবার মুখে আদানি আদানি আদানি" ৷ মানুষ জানতে চান, আদানি গোষ্ঠীর ওই সাফল্যের কারণ কী ? যুবকরা জানতে চান মাত্র কয়েক বছরে কীভাবে এরকম সাফল্য পেলেন আদানি ? কীভাবে 2014 থেকে 2022 সালের মধ্যে আদানির সম্পত্তির পরিমাণ 8 বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে 140 বিলিয়ন মার্কিন ডলার হয়ে গেল ? দেশের প্রায় সব ক্ষেত্রেই কীভাবে আদানি গোষ্ঠীর প্রবেশ সম্ভব হল এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আদানির সম্পর্ক কেমন? এরপরেই আদানিকে নিয়ে একের পর এক তথ্য ও অভিযোগ তুলে ধরেন রাহুল ৷
রাহুল জানান, কয়েক বছর আগে যখন নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন একটা সময়ে সবাই তাঁকে নিয়ে প্রশ্ন তুললেও একজন ব্যক্তি তাঁর পাশে নিঃশর্তভাবে দাঁড়িয়েছিলেন ৷ তাঁর নাম আদানি ৷ কংগ্রেসের প্রাক্তন সভাপতির অভিযোগ, ভাইব্রেন্ট গুজরাতের মাধ্যমে শিল্পপতিদের সে রাজ্যে টেনে আনা, নতুন করে গুজরাত তৈরির বুদ্ধি নরেন্দ্র মোদিকে গৌতম আদানিই দিয়েছিলেন ৷ তারই প্রতিদান এই শিল্পগোষ্ঠী পেয়েছে 2014 সালে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ৷ যার ফলে 609 নম্বর স্থান থেকে মাত্র কয়েকবছরে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আদানির সম্পত্তির পরিমাণ ৷ রাহুলের কটাক্ষ, "আগে আদানি গুজরাতের বিষয় ছিল, তারপর হল জাতীয় বিষয়, এখন তা আন্তর্জাতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷"
নরেন্দ্র মোদি সরকারের সময়ে কীভাবে বাণিজ্যিক ক্ষেত্রে লাভবান হয়েছে আদানি গোষ্ঠী ও কীভাবে দেশে-বিদেশে একাধিক প্রকল্পের বরাত ও চুক্তি স্বাক্ষর করেছে তারা, এদিন তাও তুলে ধরেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে কোনও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ইজরায়েলের সঙ্গে চুক্তি করে ড্রোন বানাচ্ছে আদানি গোষ্ঠী ৷ নরেন্দ্র মোদির ইজরায়েল সফরের পরেই এই চুক্তি করে আদানি গোষ্ঠী ৷ তাঁর আরও অভিযোগ, নিয়ম পালটে দেশের 6-7টি বিমানবন্দরের দায়িত্ব আদানি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে মোদি সরকার ৷ যার ফলে দেশের যাত্রী বিমান পরিষেবা ক্ষেত্রের প্রায় 30 শতাংশ বর্তমানে চলে গিয়েছে এই শিল্প গোষ্ঠীর হাতে ৷ রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্কের কারণেই এই সুযোগ পেয়েছেন আদানি (Rahul Gandhi links PM Modi with Adani) ৷
এদিন লোকসভায় যখন রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে আদানি গোষ্ঠীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলছিলেন, তখন বার বার তার প্রতিবাদ করেন কিরেন রিজিজু, অর্জুন মেঘওয়াল, রবিশঙ্কর প্রসাদরা ৷ প্রমাণ ছাড়া এভাবে প্রধানমন্ত্রীর নাম করে অভিযোগ আনা যায় না বলে জানায় সরকার পক্ষ ৷ কিন্তু তাঁর বক্তব্য জারি রাখেন রাহুল গান্ধি ৷
রাহুলের এদিনের বক্তব্যে আদানির সঙ্গে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিদ্যুৎ সরবরাহ চুক্তির প্রসঙ্গও উঠে আসে ৷ নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের পরেই কীভাবে সেদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর করে আদানি গোষ্ঠী, সেই প্রশ্ন তুলেছেন রাহুল ৷ তাঁর দাবি, 2022 সালে শ্রীলঙ্কার ইলেক্ট্রিসিটি বোর্ডের চেয়ারম্যান সে দেশের সংসদীয় কমিটিকে জানিয়েছে আদানিকে বিদ্যুৎ প্রকল্প দেওয়ার জন্য প্রেসিডেন্ট রাজাপক্ষেকে চাপ দিতেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর অষ্ট্রেলিয়া সফরের পরেই কোন জাদুতে এসবিআই আদানিকে 1 বিলিয়ন ডলারের ঋণ দেয়, সেই প্রশ্নও তুলেছেন রাহুল গান্ধি ৷
হিন্ডেনবার্গের রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বেনামে বিভিন্ন জাল সংস্থা চালানোর যে অভিযোগ তোলা হয়েছে, কেন্দ্র কেন তার তদন্ত করছে না, এই প্রশ্নও তোলেন রাহুল ৷ বলেন, দেশের কোটি কোটি আমানতকারীর অর্থ, ঋণ দেওয়ার নামে আদানিকে দিয়ে রেখেছে কয়েকটি ব্যাঙ্ক ৷ রাহুল এদিন কটাক্ষ করে বলেন, "নির্দিষ্ট কোনও সংস্থাকে সরকার কীভাবে সুবিধা পাইয়ে দিতে পারে, রাজনীতিবিদ ও শিল্পপতিদের মধ্যে সম্পর্ক কেমন হতে পারে তার একটি সুন্দর উদাহরণ আদানি ৷ নরেন্দ্র মোদি এই বিষয়ে গোল্ড মেডেল পাবেন ৷ বিজনেস স্কুল ও হার্ভার্ড ইউনিভার্সিটির এই নিয়ে কেস স্টাডি করা উচিত ৷ "