পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: লাদাখের সমস্যা সংসদে উত্থাপনের আশ্বাস রাহুল গান্ধির - আরএসএস

Rahul Gandhi Addresses a Rally at Kargil: শুক্রবার কার্গিলে এক জনসভায় ভাষণ দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেই সভা থেকে তিনি তাঁর লাদাখ ভ্রমণের অভিজ্ঞতা শোনান সকলকে ৷ তাঁর আশ্বাস, লাদাখের সমস্যা তিনি সংসদে উত্থাপন করবেন ৷ তাছাড়া তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে ওই সভা থেকে তোপ দাগেন ৷

Rahul Gandhi
Rahul Gandhi

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 1:51 PM IST

কার্গিল, 25 অগস্ট: সংসদের পরবর্তী অধিবেশনে লাদাখের সমস্যা তুলে ধরবেন বলে শুক্রবার আশ্বাস দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এ দিন তিনি কার্গিলের বিমাতাংয়ে একটি সভায় ভাষণ দেন ৷ সেখানেই তিনি এই আশ্বাস দিয়েছেন ৷

রাহুল গান্ধি বলেন, "লাদাখে স্থানীয় সমস্যা রয়েছে । আমি লাদাখের মূল সমস্যা সংসদে উত্থাপন করব ।"

পাশাপাশি তিনি লাদাখ ভ্রমণের অভিজ্ঞতার কথাও জনতার সামনে তুলে ধরেন ৷ লাদাখ একটা সুন্দর জায়গা বলেও এ দিন উল্লেখ করেন কেরালার ওয়েনাড়ের সাংসদ ৷ সেই সময়ই লাদাখের স্থানীয় সমস্যার প্রসঙ্গ তিনি তোলেন ৷ তা নিয়ে সংসদে সরব হওয়ার আশ্বাস তখনই দেন তিনি ৷

লাদাখ প্রসঙ্গে রাহুল গান্ধি আরও বলেন, "লাদাখ সফরের সময়, আপনরা আমাকে বলেছেন যে আপনাদের রাজনৈতিক কণ্ঠস্বরকে চাপা দেওয়া হচ্ছে । আপনারা আপনাদের অধিকার পাচ্ছেন না । আপনাদের চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এখানে বেকারত্ব চরমে উঠেছে । যোগাযোগ ব্যবস্থা যেটা থাকা উচিত, তা নেই । কংগ্রেস আপনাদের সমস্ত সমস্যার বিরুদ্ধে আপনাদের পাশে দাঁড়াচ্ছে ৷”

আরও পড়ুন:গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে নিজেদের লোক বসাচ্ছে বিজেপি-আরএসএস, তোপ রাহুল গান্ধির

একই সঙ্গে চিনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কী পরিস্থিতি রয়েছে, সেই নিয়ে কিছু দাবি করেন রাহুল ৷ এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি কার্যত মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন ৷

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি বলেন, "আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে বিভিন্ন ধর্ম এবং বর্ণের মানুষ আছেন । আমাদের জন্য, সবাই সমান । ...লাদাখ একটি কৌশলগত জায়গায় রয়েছে...একটি বিষয় খুব স্পষ্ট যে চিন ভারতের জমি কেড়ে নিয়েছে...এটা দুঃখজনক যে বিরোধীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) বলেছেন যে লাদাখের এক ইঞ্চি জমিও চিন দখল করেনি । এটা একটা মিথ্যা ৷"

এ দিনের সভায় তিনি বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে আরও একবার সরব হন ৷ সারা দেশে বিজেপি ও আরএসএস হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷ একই সঙ্গে তাঁর ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গও তোলেন রাহুল গান্ধি ৷ তিনি দাবি করেন, ভারত জোড়ো যাত্রা কন্যাকুমারী থেকে শুরু হয়ে কাশ্মীরে শেষ হয়েছে ৷ কিন্তু তাঁর ইচ্ছে ছিল এই যাত্রা লাদাখে শেষ করার ৷ খারাপ আবহাওয়ার কারণ দেখিয়ে প্রশাসন অনুমতি না দেওয়ায় লাদাখে তিনি ভারত জোড়ো যাত্রা নিয়ে আসতে পারেননি বলে রাহুলের দাবি ৷

লাদাখের সঙ্গে কংগ্রেসের ‘নাড়ির-টানের’ দাবিও তুলেছেন রাহুল ৷ এই ইস্যুতে তিনি মহাত্মা গান্ধির প্রসঙ্গও তুলেছেন ৷ রাহুলের বক্তব্য, "গান্ধিজি এবং কংগ্রেসের আদর্শ লাদাখের রক্তে মিশে আছে । আমি যখন লাদাখে যাই, তখন অনেক শ্রমিকের সঙ্গে কথা বলেছি । তাঁরা বিভিন্ন রাজ্য থেকে এসে এখানে কাজ করেন । আমি তাঁদের জিজ্ঞেস করেছি, আপনারা লাদাখের মানুষকে কীভাবে দেখেন ? শ্রমিকরা আমাকে বলেছে যে মনে হচ্ছে লাদাখ আমাদের দ্বিতীয় বাড়ি । যখনই আমাদের কোনও সমস্যা হয়, লাদাখের লোকেরা আমাদের সম্পূর্ণ সাহায্য করে ।"

আরও পড়ুন:চিন আমাদের এক ইঞ্চিও জমি দখল করেনি বলে মোদি যে দাবি করেন তা মিথ্যে, লাদাখে বললেন রাহুল

ABOUT THE AUTHOR

...view details