পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এলে জাতি-শুমারি হবে, প্রতিশ্রুতি রাহুলের

Rahul Gandhi on Caste Census: আগামী 30 নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন ৷ তার আগে বৃহস্পতিবার দক্ষিণ ভারতের ওই রাজ্যে ভোট প্রচারে যান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেখানে তিনি প্রতিশ্রুতি দেন যে তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এলে জাতি-শুমারি করানো হবে ৷

Rahul Gandhi
Rahul Gandhi

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 6:11 PM IST

হায়দরাবাদ, 19 অক্টোবর: তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এলে জাতি-শুমারি করা হবে ৷ বৃহস্পতিবার ওই রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "তেলেঙ্গানার স্বপ্ন পূরণ করতে হলে জাতি-শুমারি করতে হবে । আমি আপনাদের কথা দিচ্ছি, কংগ্রেস তেলেঙ্গানায় জাতি-শুমারি করবে ।"

ওই রাজ্যে বিধানসভা নির্বাচন আগামী 30 নভেম্বর ৷ তার আগে সেখানে কংগ্রেস বিজয়ভেরি যাত্রা শুরু করেছে ৷ এ দিন সেই যাত্রায় অংশ রাহুল ৷ তেলেঙ্গানার ভুলাপালপেল্লি থেকে পেডাপল্লি পর্যন্ত তিনি অংশ নেন ৷ তারই মাঝে একটি জায়গায় দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন ৷ সেখানেই জাতি-শুমারি নিয়ে এই প্রতিশ্রুতি দেন কংগ্রেসের এই সাংসদ ৷ পাশাপাশি তিনি কংগ্রেসশাসিত ছত্তিশগড়, রাজস্থান, কর্ণাটকের উদাহরণ তুলে ধরেন ৷ সেখানে কংগ্রেস সরকার জাতি-শুমারি করছে বলে জানান ৷

এই ইস্যুতে তিনি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-কে ৷ রাহুলের অভিযোগ, মোদি ও কেসিআর এই জাতি-শুমারির বিষয়টি নিয়ে কোনও কথাই বলছে না ৷ সাধারণ মানুষকে তিনি এই নিয়ে মোদি ও কেসিআর-কে প্রশ্ন করতেও বলেছেন ৷

রাহুল এটাকে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ইস্যু বলে দাবি করেছেন ৷ তাঁর বক্তব্য, এই জাতি-শুমারি করলেই দেশের দলিত, আদিবাসী এবং ওবিসিদের সঠিক সংখ্যা, সঠিক অবস্থা সম্পর্কে জানা যাবে ৷ তাহলে এঁদের উন্নতিতে প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করা যাবে ৷

রাহুল গান্ধি এই জাতি-শুমারির প্রসঙ্গ সংসদেও তুলেছিলেন ৷ এ দিন সেই বিষয়টিও জানান৷ একই সঙ্গে তিনি এ দিন আবার প্রশ্ন তোলেন, দেশে ওবিসি-রা জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ কেন ? পাশাপাশি জুড়ে দেন ধনী ব্যবসায়ীদের ঋণমকুব করার প্রসঙ্গও ৷ তাঁর প্রশ্ন, তাহলে কেন কৃষক, শ্রমিক, মহিলা ও যুবকদের ঋণ মাফ করা হবে না ? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা এই ধরনের ভারত চাই না ৷ সেই কারণে প্রথম পদক্ষেপ হিসেবে জাতি-শুমারি করতে হবে ৷ যা দেশের এক্স-রে হবে ৷ এর মাধ্যমে ভারতের অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা হবে ৷’’

এ দিন তিনি তেলেঙ্গানার শাসক দল ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস-কে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছেন ৷ ওই রাজ্যে বিআরএস, বিজেপি ও এআইএমআইএম একসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করছে বলেও দাবি করেছেন তিনি ৷ তাঁর আরও দাবি, বিআরএস ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে লড়ছে ৷ তাই সংসদে বিজেপিকে বিল পাশে সাহায্য করছে বিআরএস ৷ আর এআইএমআইএম-এর আসাদউদ্দিন ওয়াইসি বিজেপির বেছে দেওয়া আসনে প্রার্থী দিচ্ছেন ৷

এদিকে রাহুল যখন বিআরএস-কে আক্রমণে ব্যস্ত, সেই সময় তেলেঙ্গানার মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কেসিআর এর ছেলে কেটি রামা রাও বা কেটিআর পালটা নিশানা করেছেন কংগ্রেসের এই সাংসদকে ৷ তাঁর দাবি, রাহুল কোনও নেতাই নয় ৷ কংগ্রেসের নেতাদের লিখে দেওয়া ভাষণ রাহুল পড়েন ৷ কংগ্রেসকে ‘চোর টিম’ বলেও কটাক্ষ করেন ৷ রাহুল গান্ধি গুজরাত বিধানসভা নির্বাচনের সময় কেন ভোটের প্রচারে যাননি, সেই প্রশ্নও বৃহস্পতিবার তুলেছেন কেটিআর ৷ তাঁর আরও দাবি, কংগ্রেস জাতীয়স্তরে কখনোই বিজেপিকে হারাতে পারবে না ৷ কারণ, রাহুল তো নিজেই আমেঠিতে হেরে গিয়েছেন ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:তেলেঙ্গানায় কেসিআর সরকারের পতন হচ্ছে, আত্মবিশ্বাসী রাহুল

ABOUT THE AUTHOR

...view details