পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষকদের হয়ে কথা বলার কর্মসূচিতে যোগ দিন, আর্জি রাহুল-প্রিয়াঙ্কার

এই মুহূর্তে পঞ্জাব, গুজরাত ও মহারাষ্ট্র থেকে 32টি সংগঠনের কয়েক হাজার কৃষক দিল্লির সীমান্তে পৌঁছে গিয়েছেন ৷ নয়া কৃষি আইনের প্রতিবাদে ‘দিল্লি চলো’ অভিযানে সামিল হয়েছেন তাঁরা ৷ দিল্লি পৌঁছে তাঁদের লক্ষ্য় নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখানো ৷

rahul-gandhi-priyanka-urge-people-to-join-speak-up-for-farmers-campaign
কৃষকদের সমর্থনে ‘স্পিক আপ ফর ফারমারস’ কর্মসূচিতে সামিল হতে আর্জি রাহুল প্রিয়াঙ্কার

By

Published : Nov 30, 2020, 7:23 PM IST

দিল্লি, 30 নভেম্বর : ‘স্পিক আপ ফর ফারমার্স’ কর্মসূচিতে যোগ দিতে সাধারণ মানুষের কাছে আর্জি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ কৃষকদের কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে করা প্রতিবাদ আন্দোলনের সমর্থনে এই আর্জি জানান তাঁরা ৷ প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ এনিয়ে মোদি সরকারকে নিশানা করে একটি টুইটে মানুষের সমর্থন চান কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি ৷

রাহুল তাঁর টুইটে লেখেন, মোদি সরকার কৃষকদের উপর অত্য়াচার চালাচ্ছেন ৷ প্রথমে তাঁরা কালো আইন আনলেন এবং তারপর কৃষকদের উপর বাহিনী ও লাঠি প্রয়োগ করলেন ৷ কিন্তু, তাঁরা ভুলে গিয়েছেন, কৃষকরা যখন তাঁদের আওয়াজ তোলেন, তখন তা গোটা দেশে শোনা যায় ৷ আমাদের কৃষকভাইদের সঙ্গে হওয়া অবিচারের প্রতিবাদ জানাতে ‘স্পিক আপ ফর ফারমার্স’ কর্মসূচিতে যোগ দিন ৷

তবে, শুধুই রাহুল নন ৷ এই ইশুতে সামিল হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও ৷ যেখানে তিনি অভিযোগ তুলেছেন, নয়া কৃষি আইনে কৃষকদের অধিকারকে খর্ব করা হচ্ছে ৷ তিনি তাঁর টুইটারে লেখেন, নামেই আইনটিকে কৃষকদের আইন বলা হচ্ছে ৷ তবে এতে লাভবান হচ্ছেন আরবপতি বন্ধুরাই ৷ তিনি প্রশ্ন তোলেন, কৃষকদের সঙ্গে কথা না বলে, কীভাবে কৃষি আইন তৈরি হয় ? কীভাবে এই আইন তৈরি করে কৃষকদের স্বার্থকে উপেক্ষা করা হল? এরপরই প্রিয়াঙ্কা দাবি তোলেন, সরকারকে কৃষকদের কথা শুনতেই হবে ৷ সবাইকে একসঙ্গে কৃষকদের হয়ে আওয়াজ তোলার ডাক দেন প্রিয়াঙ্কা গান্ধি ৷

ইতিমধ্য়ে কেন্দ্রের তরফে আন্দোলনে সামিল কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনার জন্য় প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ তবে, সেই আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ তাদের অভিযোগ, 3 ডিসেম্বর যে আলোচনার জন্য় সরকার প্রস্তাব দিয়েছিল, তাতে আলোচনার আগেই শর্ত চাপিয়ে দেওয়া আসলে কৃষকদের অপমান ৷ যার প্রতিবাদে কৃষকরা দিল্লি, হরিয়ানা ও পঞ্জাবের একাধিক এলাকায় আন্দোলন বিক্ষোভ চালাচ্ছেন ৷

ABOUT THE AUTHOR

...view details