পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi at Golden Temple: স্বর্ণ মন্দিরে রাহুলের 'সেবা', ব্যক্তিগত সফর বলল কংগ্রেস - রাহুল গান্ধি

স্বর্ণ মন্দিরে প্রণাম করার পরে এদিন তিনি শিখদের সর্বোচ্চ অস্থায়ী আসন অকাল তখতেও গিয়েছিলেন ৷ ভক্তরা মন্দিরে যে জলের বাটি ব্যবহার করেন তা পরিষ্কার করে 'সেবা' (স্বেচ্ছাসেবা) করতেও এদিন দেখা গেল রাহুলকে ৷ এদিন বেশ কিছু সময় মন্দির চত্বরে শিখদের বিভিন্ন ধর্মীয় সেবায় কাটান রাহুল ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 5:01 PM IST

অমৃতসর, 2 অক্টোবর:গান্ধি জয়ন্তীতে সোমবার স্বর্ণ মন্দিরে প্রার্থনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। নীল কাপড়ে মাথা ঢেকে এদিন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা ওয়ানাডের সাংসদকে স্বর্ণ মন্দিরের গর্ভগৃহে প্রণাম করতে দেখা যায়।

স্বর্ণ মন্দিরে প্রণাম করার পরে এদিন তিনি শিখদের সর্বোচ্চ অস্থায়ী আসন অকাল তখতেও গিয়েছিলেন ৷ ভক্তরা মন্দিরে যে জলের বাটি ব্যবহার করেন তা পরিষ্কার করে 'সেবা' (স্বেচ্ছাসেবা) করতেও এদিন দেখা গেল রাহুলকে ৷ এদিন বেশ কিছু সময় মন্দির চত্বরে শিখদের বিভিন্ন ধর্মীয় সেবায় কাটান রাহুল ৷ পাশাপাশি জানা যাচ্ছে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সকালে 'পালকি সেবা'-র অনুষ্ঠানেও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে রাহুল গান্ধির। রবিবারই এক্স হ্যান্ডেলে দুই পাতার একটি নিবন্ধ পোস্ট করেছিলেন রাহুল গান্ধি ৷ সেখানে হিন্দু ধর্মের উপর তাঁর নিজস্ব মতামত পোষণ করতে দেখা যায় ৷

পঞ্জাব কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং বলেন, "রাহুল গান্ধি রাজ্যে সম্পূর্ণ ব্যক্তিগত সফরে এসেছেন।" অমরিন্দর সিং এক্স-হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, “রাহুল গান্ধি অমৃতসর সাহেবে আসছেন সত্যখন্ড শ্রী হরমন্দির সাহেবে প্রণাম জানাতে। এটি তাঁর ব্যক্তিগত, আধ্যাত্মিক সফর ৷ তাঁর এই সফরকে সম্মান করি।" একই সঙ্গে, দলের সকল কর্মীকে এই সফরে উপস্থিত না থাকার জন্যও অনুরোধ করেছেন পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, "আপনারা সকলে তাঁকে (রাহুল গান্ধি) বাইরে থেকেই আপনাদের সমর্থন জানাতে পারেন ৷ কিন্তু পরের বার তাঁর সাথে দেখা করতে পারবেন।”

আরও পড়ুন: সাংবাদিক বৈঠকের মাঝেই অভিষেককে বাধা পুলিশের, বের করে দেওয়া হল রাজঘাট থেকে !

রাহুল গান্ধির পঞ্জাব সফর এমন এক সময়ে হয় যখন পঞ্জাব কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে 2015 সালের মাদকের মামলায় দলের বিধায়ক সুখপাল সিং খাইরাকে গ্রেফতার করা নিয়ে চাপা উত্তেজনা রয়েছে ৷ দলের কিছু নেতা 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য পঞ্জাবে আপ-এর সঙ্গে কংগ্রেসের জোটের বিরোধিতাও করছেন। (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details